হোম > জীবনধারা > ক্যাম্পাস

দৃষ্টিনন্দন স্থাপনা প্রশান্তি

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে রয়েছে সবুজে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছয়টি অনুষদ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। ভিন্ন ভিন্ন শৈল্পিক কাঠামোর স্থাপনা রয়েছে প্রতিটি অনুষদে। সম্প্রতি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের কাছে নির্মাণ করা হয়েছে নতুন এক ছাউনি। শৈল্পিক কারুকার্যে নির্মিত এই স্থাপনার নাম রাখা হয়েছে ‘প্রশান্তি’।

এই ভবন দেখতে যেন কাঠের তৈরি বেষ্টনীর মাঝে বিশাল এক গাছের ছাউনি। তবে সম্পূর্ণটা করা হয়েছে কংক্রিট দিয়ে। এর ভেতরে রয়েছে বসার জায়গা। ছাউনির মাঝে কাঠামোটি দেখতে অবিকল গাছের মতো। সন্ধ্যায় শোভাবর্ধনের জন্য লাগানো হয়েছে রঙিন বাতি।শিক্ষক ও শিক্ষার্থীদের বসে আড্ডা কিংবা পড়াশোনা করার জন্য তৈরি করা হয়েছে এ বিশেষ ছাউনি।

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছর ডিন হিসেবে 
দায়িত্ব নেওয়ার পর থেকে অনুষদে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করতে চেয়েছিলাম। তার একটি অংশ হলো ‘’প্রশান্তি’’।’ এখানে একসঙ্গে প্রায় ৬০ জন শিক্ষার্থী বসে সময় কাটাতে পারবেন। তবে অনুমতি ছাড়া সন্ধ্যার পর এখানে থাকা নিষিদ্ধ করা হয়েছে।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়