হোম > জীবনধারা > ক্যাম্পাস

এইউবিতে অ্যাম্বাসেডর নিয়োগ

ক্যাম্পাস ডেস্ক

‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ স্লোগান ধারণ করে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ এবং মিডিয়া ক্লাবের যাত্রা শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে নতুন অ্যাম্বাসেডরদের বরণ এবং মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৪০ জন নবীন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় এইউবি কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক লুৎফর হাসান, মাই টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল্লাহিল ক্বাফি, এখন টিভির ভিডিও জার্নালিস্ট আনোয়ার হোসেন এবং আজকের পত্রিকার সহসম্পাদক মো. আব্দুর রাজ্জাক।

এইউবির উপাচার্য ড. শাহজাহান খান ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিতে হবে, দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে হবে, সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ধীরে ধীরে এইউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেই যাত্রায় এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করবে। অনলাইনের এ যুগে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা করে নিতে হবে। আমি প্রত্যাশা করি, তোমরা হবে এই বিশ্ববিদ্যালয়ের মডেল।’

বিশেষ অতিথিরা এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ও সঠিক গাইডলাইন দেন। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ১১ জন মেন্টর এবং এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব মডারেটর সোহেল রহমান।

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি