হোম > জীবনধারা > রূপবটিকা

অতিরিক্ত শুষ্কতায় চোখের নিচে বলিরেখার মতো দেখায়

শারমিন কচি 

শারমিন কচি। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। পড়াশোনার পাশাপাশি চাকরি করছি। ইদানীং চুল খুব বেশি পড়ে যাচ্ছে। তা ছাড়া চুল পেকে যাচ্ছে। কী করলে সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি? তুরিন রহমান, ঢাকা

উত্তর: আপনি চুলে প্রতি মাসে দুবার প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে নিন। সেই সঙ্গে ভিটামিন ই এবং ভিটামিন সি এক বেলা করে খাবেন তিন মাস। এরপর দেখবেন, আপনার চুল পড়ার সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে।

প্রশ্ন: আমার বয়স ২৪ বছর। ত্বক মিশ্র। দুই বছর ধরে মুখে ব্রণের সমস্যা রয়েছে। কয়েক মাস ঠিক থাকার পর আবার হয়। ব্যথাও হয় ব্রণে। দাগ আছে অল্প। এর আগে চিকিৎসক দেখিয়েছি। আমার হজমে সমস্যা নেই। ব্রণ দূর করতে আপনার পরামর্শ চাই। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: ব্রণের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ খেতে হবে। সেই সঙ্গে দক্ষ হাতে ফেশিয়াল ট্রিটমেন্ট নেওয়াও জরুরি। তা না হলে ব্রণ সারানো যায় না। আপাতত প্রতিদিন বরফ থেরাপি করুন। এতে ত্বকের তাপমাত্রা কমে আসবে। কিছুটা উপকার পাবেন।

পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

একটু হাঁটুন, সুস্থ থাকুন

জীবন বদলে দিতে এবার নিজেকে গ্রহণ করুন

ঘরে সঠিক লাইটিং করতে যে ১০টি ভুল করবেন না

যে ৪ অমিল দাম্পত্য সম্পর্ক ভাঙার কারণ

একই সম্পর্কে বারবার ফিরে আসা কেন?

সূর্য প্রভাবের এ বছর ফ্যাশনে থাকবে হলুদ রং

ফুলকপি ও মাছের কাটলেট

আজকের রাশিফল: চোখাচোখি হওয়ার প্রবল সম্ভাবনা, বসের নেক নজরে পড়বেন

এ বছরের সেরা ৫ হানিমুন গন্তব্য

কৈশোরের প্রেম ও সহিংসতা নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলুন