হোম > জীবনধারা

আজকের রাশিফল

কাজী সারওয়ার হোসেন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। আজ হঠাৎ করে হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

মিথুন (২২ মে-২১ জুন)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। চাকরি কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আর্থিক লেনদেন শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

চাকরির জন্য বিদেশ আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেম বিষয়ক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। মামলা-মোকদ্দমা রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। চাকরিতে কারও কারও আটকে থাকা বেতন ভাতাদি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনে আজ কড়া নাড়তে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

ধনু  (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বে অবসান হবে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে লাভবান হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

­­­­মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে।

নতুন বছরে নিজেকে ফিরিয়ে আনুন ডায়েরির পাতায়

শরীর ও মন ভালো রাখে যোগব্যায়াম

আজকের রাশিফল: নিজেকে নেতা ভাবার আগে বিনয়ী হোন, পকেটমারের ভয় আছে

এ বছর আধিপত্য হারাতে পারে কিচেন ক্যাবিনেটের যে তিন রং

পারলারের যন্ত্রপাতি থেকেও ছড়াতে পারে এইডস

সকালে নাশতার টেবিলে থাকুক রোজেলার জ্যাম

বিয়ের পর ডিটক্স রুটিন

ভ্রমণ ব্যয় বাড়তে পারে ৫ পর্যটন গন্তব্যে

বুকিং ডটকমের মাধ্যমে বাড়ছে প্রতারণার ফাঁদ

ফ্রেম থেকে বয়স কমাতে চাইলে এড়িয়ে চলুন ৭ ভুল