হোম > জীবনধারা

টি-শার্ট দিয়ে টোট ব্যাগ

রিক্তা রিচি, ঢাকা

জামাকাপড় পুরোনো হয়ে গেলে তা আর ব্যবহার করতে ইচ্ছে করে না। তাই ওগুলো আমরা সবাই ফেলে দিই। তবে জানেন কি—পুরোনো ও ফেলনা টি-শার্ট দিয়ে তৈরি করা যায় দারুণ কিছু। পুরোনো টি-শার্ট দিয়ে বানানো যায় টোট ব্যাগ। আর এই ব্যাগ নিয়ে বাজারে যাওয়া যায়। পলিথিনের পরিবর্তে কাপড়ের এই ব্যাগের ব্যবহার করতে পারেন অনায়াসে। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। এ ছাড়া টোট ব্যাগ তৈরি করে তাতে ঘরের টুকিটাকি জিনিস রাখতে পারবেন। শিশুদের খেলনা, পুতুলও এই ব্যাগে ভরে রাখতে পারবেন। টোট ব্যাগ তৈরিতে লাগবে দুটি টি-শার্ট। আপনি চাইলে নতুন টি-শার্টও নিতে পারেন।

লাগবে কাঁচি, সুই ও সুতা।

একটি ব্যাগ বানাতে দুটি টি-শার্ট ব্যবহার করতে পারেন। এতে ব্যাগ মজবুত হবে। প্রথমে টি-শার্টের বুকের অংশ থেকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেবেন। আপনি কত বড় বা কত ছোট ব্যাগ চান, সে অনুযায়ী কেটে নেবেন। পুরোনো টি-শার্টের গলা ও হাতা বাদ দেবেন। ওগুলো এই ব্যাগ তৈরিতে কাজে লাগবে না। কাটা অংশগুলোর তিন পাশ সেলাই করে নিন। এক পাশ খোলা রাখুন যেন ওই দিকে ব্যাগের হাতল বা হ্যান্ডেল দেওয়া যায়। উল্টো করে সেলাই করবেন। সেলাই করার পর সোজা করে নিন। এরপর টি-শার্টের বাকি অংশ থেকে নিজের ইচ্ছে অনুযায়ী মাপ নিয়ে হাতলের জন্য কাপড় কেটে নিন। দুটি হাতল দেবেন। দুটি হাতলের চার ধার ভালো করে সেলাই করতে হবে। এবার হাতল দুটি সেলাই করে ব্যাগের সঙ্গে যুক্ত করে দিন। ব্যস, হয়ে গেল টোট ব্যাগ।

২০২৬ সালে এশিয়ার সেরা দুই ‘ফুড ডেস্টিনেশন’

শীতের মৌসুমে উত্তরবঙ্গের পথে-প্রান্তরে

শীতে অতিথি পাখির সন্ধানে

নতুন বছরে বিশ্বভ্রমণের নতুন নিয়ম

নতুন বছর রান্না করুন মাটন দম বিরিয়ানি

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

যেভাবে পারফিউম এল আমাদের জীবনে

নতুন বছরে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? এভাবে যত্ন নিলে উপকার মিলবে

রাজদরবার থেকে যেভাবে সাধারণের পাতে এল নান

শীতের দিনে ঘরে মায়াবী সুগন্ধ আর পরিচ্ছন্নতার সহজ পাঠ