হোম > জীবনধারা

কানামাছি ভোঁ ভোঁ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছোট্ট সোনামণিরা, এই যে তোমরা অবসরে কম্পিউটার, ট্যাব, মোবাইলে ভিডিও গেমস খেলে সময় কাটাও, জানো, টানা অনেক সময় ধরে স্ক্রিনে তাকিয়ে থাকা কতটা ক্ষতিকর? কখনো মা-বাবাকে জিজ্ঞেস করে দেখেছ, ছোটবেলায় তাঁরা কীভাবে সময় কাটিয়েছেন? না, সে সময়  আধুনিক প্রযুক্তির দাপট ছিল না।

ছিল না ভিডিও গেমস। হ্যাঁ, পড়াশোনার পর উঠোনে আর মাঠে খেলাধুলা করেই সময় কেটেছে তাঁদের। সে সময় মফস্বল, শহর ও গ্রামের শিশুরা ছোটবেলা থেকেই বাড়ির এক চিলতে উঠান, ছাদ বা খোলা মাঠে তেমন কোনো উপকরণ ছাড়াই মেতে উঠত গোল্লাছুট, নাট-বল্টু, বউচির মতো বিভিন্ন মজার খেলায়।

জ্যোৎস্না রাতে সবাই যখন উঠোনে পাটি বিছিয়ে বসত, তখন বাড়ির ছোটরা খেলত সহজ খেলা কানামাছি। কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ! ভীষণ সহজ আর খুব মজার একটি খেলা কানামাছি।

খেলায় টস করে একজনকে কানামাছি বানানো হয়। একখণ্ড কাপড় দিয়ে তার চোখ বেঁধে দেওয়া হয়। চোখ বাঁধা অবস্থায় সে বন্ধুদের ছুঁয়ে দিতে চেষ্টা করে। বন্ধুরা মাছির মতো কানামাছির চারপাশ দিয়ে ঘোরাফেরা করতে থাকে আর তার গায়ে আলতো টোকা দিতে থাকে। সেই সঙ্গে তারা কানামাছি ‘ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ’ লাইনটি ছড়ার মতো আওড়াতে থাকে। চোখ বাঁধা অবস্থায় কানামাছি যদি আশপাশের কাউকে ধরে ফেলে, তাহলে যাকে ধরে তাকেই হতে হয় কানামাছি। নতুন কানামাছিকে ঘিরে শুরু হয় আবার খেলা। ছোট ভাইবোনকে নিয়ে তুমিও কিন্তু খেলতে পারো কানামাছি ভোঁ ভোঁ!

২০২৬ সালে এশিয়ার সেরা দুই ‘ফুড ডেস্টিনেশন’

শীতের মৌসুমে উত্তরবঙ্গের পথে-প্রান্তরে

শীতে অতিথি পাখির সন্ধানে

নতুন বছরে বিশ্বভ্রমণের নতুন নিয়ম

নতুন বছর রান্না করুন মাটন দম বিরিয়ানি

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

যেভাবে পারফিউম এল আমাদের জীবনে

নতুন বছরে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? এভাবে যত্ন নিলে উপকার মিলবে

রাজদরবার থেকে যেভাবে সাধারণের পাতে এল নান

শীতের দিনে ঘরে মায়াবী সুগন্ধ আর পরিচ্ছন্নতার সহজ পাঠ