হোম > ইসলাম

এক মুসলমানের ওপর ৬ হক অন্য মুসলমানের

ইসলাম ডেস্ক 

প্রতীকী ছবি

এক মুসলমানের ওপর অন্য মুসলমানের গুরুত্বপূর্ণ ছয়টি হক রয়েছে, যা সম্পর্কের সৌহার্দ্য ও সমাজের দৃঢ়তা বজায় রাখে। হাদিসে বর্ণিত সেই হকগুলো পালন করলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এবং দ্বীনি ভ্রাতৃত্ব মজবুত হয়। মুসলমানের প্রতি সহানুভূতি, সাহায্য ও দয়া প্রদর্শন ইসলামের মৌলিক শিক্ষা। তাই একে অপরের হক আদায়ে সচেতন থাকা ইমানের পরিপূর্ণতারও অংশ।

সহিহ্ মুসলিমের ২১৬২ নম্বর হাদিসটি বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। সেই হাদিসে এক মুসলমানের ওপর অন্য মুসলমানের হকের কথার উল্লেখ রয়েছে। নবী করিম (সা.) বলেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে, সেগুলো হলো—

পারস্পরিক সালাম প্রদান: সালাম হলো ইসলামের এক উত্তম আমল। নবী করিম (সা.) বলেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার করো। (রিয়াজুস সালেহিন: ৮৫২)

আমন্ত্রণ গ্রহণ: কোনো মুসলমান ভাই দাওয়াত দিলে বিশেষ কোনো অপারগতা না থাকলে তা গ্রহণ করা উচিত। রাসুল (সা.) বলেন, যখন তোমাদের দাওয়াত দেওয়া হয়, তখন তোমরা দাওয়াতে আসবে। (সহিহ্ মুসলিম: ৩৪০৭)

ভালো পরামর্শ প্রদান: কখনো যদি কোনো মুসলমান ভাই পরামর্শ চায়, আর তার কাছে যদি সে বিষয়ের সঠিক সমাধান থাকে, তাহলে সৎ ও সুন্দর পরামর্শ দেওয়া উচিত।

হাঁচির জবাব: কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে।

অসুস্থের খোঁজখবর: মুসলমান ভাই অসুস্থ হলে তার খবরাখবর নেওয়া উচিত। নবী করিম (সা.) বিভিন্ন হাদিসে অসুস্থ ব্যক্তির সেবা-শুশ্রূষা বা তার খোঁজখবর নেওয়া সওয়াবের কাজ বলে উল্লেখ করেছেন।

জানাজায় অংশগ্রহণ: কেউ মারা গেলে তার জানাজা, দাফন-কাফনে শরিক হওয়া অন্য মুসলমানের ওপর কর্তব্য। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়া মানবিকতার পরিচয়।

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬

জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে যে সওয়াব

দোয়া কবুলের অন্যতম মাধ্যম দরুদ পাঠ

শিশুদের খেলার সঙ্গী হতেন নবীজি (সা.)