সাক্ষাৎকার

নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স কমাব: এহতেসামুল

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন এহতেসামুল আলম। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সৌগত বসুইলিয়াস আহমেদ

প্রশ্ন: এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, কেমন মনে হচ্ছে? 
উত্তর: ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি। গত বুধবার সারা শহর অটোরিকশা দিয়ে ঘুরেছি। সবাই অভিবাদন জানিয়েছেন। ১০ বছর কিছুই হয়নি। মানুষ তাই আমাকে সাড়া দিচ্ছেন।

প্রশ্ন: চলমান বিরোধ কী ভোটে প্রভাব ফেলবে? 
উত্তর: কোনো বিরোধ নেই। জনগণ ঐক্যবদ্ধ। তাঁরা ভোট দেবেন।

প্রশ্ন: সাবেক মেয়রের কাজ কীভাবে দেখেন? 
উত্তর: তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নতুন সংযুক্ত ১২টি ওয়ার্ডের মানুষ অসহায় হয়ে গেছেন। তাঁরা নিজেরা মেয়র, নিজেরাই ঠিকাদার হয়েছেন। টাকার পাহাড় বানিয়েছেন।

প্রশ্ন: ভোট কি সুষ্ঠু হবে? 
উত্তর: আশা করছি, সুষ্ঠু হবে। আশা করব, প্রশাসন নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবে। কোনো পক্ষ বানচাল করতে চাইলে জনগণ জবাব দেবে।

প্রশ্ন: দলীয় মার্কা না থাকায় কি ভোট কম পড়বে? 
উত্তর: না, এমন হবে না। কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১৫০ জনের ওপরে। তাঁরা ভোটার টেনে আনবেন কেন্দ্রে।

প্রশ্ন: ভোটের ফল মেনে নেবেন? 
উত্তর: জনগণ যাঁকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। তাই মেনে নেব।

প্রশ্ন: নির্বাচিত হলে প্রথমে কী করবেন? 
উত্তর: হোল্ডিং ট্যাক্স কমাব। এটি বোঝা হয়ে গেছে জনগণের ওপর। 

সংবাদ উপস্থাপনায় সময় ব্যবস্থাপনা সবার আগে

আমরা কেউ রাজনীতির বাইরে নই

সিজিপিএ ৪–এ ৪, নিলয়ের গলায় ওআইসি স্বর্ণপদক

স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে ‘আমাদের কিছু করার নেই’

দেশে ফেরা, নির্বাচন ও প্রধানমন্ত্রিত্ব নিয়ে যা বললেন তারেক রহমান

বড় দলগুলোর কথা শুনে জাতীয় সরকার না করে ভুল হয়েছে

ঢাবির শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নেবে ভাবতেই পারিনি

শিক্ষার্থীরা নতুন ধারার ব্যতিক্রমী রাজনীতি চায়

‘দিলের ময়লা’ পাকিস্তানকেই পরিষ্কার করতে হবে— এটা তাদের ঐতিহাসিক দায়

বৈষয়িক ও বাহ্যিক উন্নতি ঘটছে, অন্তরালে বাড়ছে বৈষম্য