হোম > সাক্ষাৎকার

ফুল ব্যবসায়ীরা ১০০ কোটি টাকা ক্ষতিতে

চট্টগ্রাম ফুল ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তিনি বলেন, করোনায় খুব খারাপ সময় কাটছে ফুল ব্যবসায়ীদের। দোকানে ফুল পচে যাচ্ছে। দোকান বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। বিস্তারিত বলেছেন আজকের পত্রিকাকে।

প্রশ্ন: ফুল ব্যবসার সঙ্গে জড়িত কত মালিক–শ্রমিক রয়েছেন চট্টগ্রামে?

জসিম উদ্দিন: চট্টগ্রামের প্রায় চার শ ফুলের দোকান রয়েছে। এর সঙ্গে মালিক, শ্রমিকসহ তিন হাজার লোক জড়িত। এ তিন হাজার পরিবারের এখন চরম দুর্দিন যাচ্ছে। কেউ আমাদের খবর রাখেন না।

প্রশ্ন: বর্তমানে ফুলের চাহিদা কেমন?

জসিম উদ্দিন: ফুল ব্যবহার হয়, এমন সব অনুষ্ঠান বন্ধ। যেমন বিয়ে, আক্দ, আকিকা, জন্মদিন ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান। এসব বন্ধ থাকায় ফুলের চাহিদা নেই। করোনার মহামারি শুরু থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামাজিক অনুষ্ঠান না থাকায় ফুলের কদর নেই। তাই আমরা অবহেলিত।

প্রশ্ন: সরকারি ত্রাণ বা প্রণোদনা পেয়েছেন কি না?

জসিম উদ্দিন: আমরা প্রতিবছর গড়ে ২০ হাজার টাকা করে কর প্রদান করি। সরকারি বিভিন্ন সংস্থা মিলে আমাদের এ খাত থেকে প্রতিবছর এক কোটি পায়। ফুলের দোকানের ৪০০ জন মালিক রয়েছেন। আমরাই শ্রমিকদের বেতন–ভাতা দিতে হয়েছে প্রতি মাসে মাসে। কিন্তু আমরা কোরো ধরনের প্রণোদনা তো পাইনি। আমাদের শ্রমিকেরা ত্রাণ পায়নি। শ্রমিকেরা সরকারি ত্রাণ পেলে আমাদের ভালো লাগত।

প্রশ্ন: করোনার এ সময়ে আপনাদের ক্ষতির পরিমাণ কত হতে পারে?

জসিম উদ্দিন: করোনাকালে ফুল ব্যবসায়ীদের প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। আমাদের ব্যবসা হয়নি; বরং শ্রমিকদের বেতন ও ভাতা দিতে হয়েছে। এই টাকাগুলো আমাদের পকেট থেকে গেছে।

প্রশ্ন: সরকারে কাছে আপনাদের দাবি কী?

জসিম উদ্দিন: লকডাউন খুলে দিয়েছে সরকার। কিন্তু আমাদের ফুলের চাহিদা যা যা প্রয়োজন তা এখনো চালু হয়নি। আমাদের দাবি হচ্ছে বিয়ে, কমিউনিটি সেন্টার খুলে দিতে হবে। অনুষ্ঠান চালু করতে হবে। আমাদের দোকানে প্রতিদিনই ফুল পচে নষ্ট হচ্ছে। 

সংবাদ উপস্থাপনায় সময় ব্যবস্থাপনা সবার আগে

আমরা কেউ রাজনীতির বাইরে নই

সিজিপিএ ৪–এ ৪, নিলয়ের গলায় ওআইসি স্বর্ণপদক

স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে ‘আমাদের কিছু করার নেই’

দেশে ফেরা, নির্বাচন ও প্রধানমন্ত্রিত্ব নিয়ে যা বললেন তারেক রহমান

বড় দলগুলোর কথা শুনে জাতীয় সরকার না করে ভুল হয়েছে

ঢাবির শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নেবে ভাবতেই পারিনি

শিক্ষার্থীরা নতুন ধারার ব্যতিক্রমী রাজনীতি চায়

‘দিলের ময়লা’ পাকিস্তানকেই পরিষ্কার করতে হবে— এটা তাদের ঐতিহাসিক দায়

বৈষয়িক ও বাহ্যিক উন্নতি ঘটছে, অন্তরালে বাড়ছে বৈষম্য