হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভিন্ন উপায়ে ফেসবুক-টুইটারে ফিরেছেন ট্রাম্প! 

ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওয়েবসাইটে নতুন একটি সেকশন চালু করেছেন। ফেসবুক এবং টুইটারে নিষিদ্ধ হলেও  ওয়েবসাইটের এই অংশে তার পোস্টগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করা যাবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে 'ডেস্ক' নামে একট সেকশন চালু করা হয়েছে। 'ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প' শীর্ষক এ সেকশনটি অনেকটা নিউজ ফিডের মতো। যেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট পোস্ট করা যায়। সেটি ফেসবুক বা টাইটারে শেয়ার করার পাশাপাশি লাভ রিয়েক্টও দেওয়া যায়।

ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার ব্র্যাড পার্সক্যাল-এর ডিজিটাল সার্ভিসেস কোম্পানি এই সেকশনটি তৈরি করে দিয়েছে।

গত জানুয়ারিতে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন নিহতও হন। এরপর টুইটার ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। টুইটারে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল। এছাড়া ফেসবুক এবং ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে।

তখন থেকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন ওয়েবসাইটের নতুন সেকশনে তার বক্তব্য প্রকাশিত হবে। ব্যবহারকারীরা এখানে পোস্টগুলোতে লাইক দিতে পারবে এবং এগুলো টুইটার এবং ফেসবুকে শেয়ার করতে পারবে।

ওয়েবসাইটে নতুন এই সুবিধাটি এমন যুক্ত করা হলো যখন ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন পরেই আলোচনায় বসতে যাচ্ছে ফেসবুক বোর্ড।

ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার এর আগে বলেছিলেন, একটি নতুন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম চালু করা হবে। গত মার্চে মিলার বলেন, ট্রাম্পের এই নতুন সোশ্যাল মিডিয়া হবে অনেক বড় মাপের।

কিন্তু মঙ্গলবার মিলার এক টুইট বার্তায় বলেন, তিনি আগে যে ধারণা দিয়েছিলেন, নতুন এই ওয়েবসাইট সে ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নয়। এ সংক্রান্ত আরো তথ্য নিকট ভবিষ্যতে আসবে।

এদিকে ফেসবুকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে যদি ফেসবুকে ফিরে আসার অনুমতি দেওয়া হয় তাহলে তার অ্যাকাউন্ট সচল হতে সাতদিন সময় লাগবে।

অন্যদিকে ইউটিউব জানিয়েছে, বাস্তবে যখন সহিংসতার আশঙ্কা কমে আসবে তখন ট্রাম্পের অ্যাকাউন্ট সচল করা হবে।

তবে ট্রাম্পের ওয়েবসাইটে যুক্ত হওয়া নতুন সেকশনের বিষয়ে ফেসবুক এবং টুইটারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার