হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিদলীয় রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ‘সবুজসংকেত’ দিয়েছেন। প্রভাবশালী ডিফেন্স হক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে এই বিলের মাধ্যমে ভারত, চীন ও ব্রাজিলের মতো মস্কোর বাণিজ্যিক অংশীদারদের দণ্ড প্রদান করা হতে পারে।

এই ‘গ্রাহাম-ব্লুমেনথাল’ নামের বিলটি পাস হলে যেসব দেশ জেনেবুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনবে এবং পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখতে ‘জ্বালানি’ জোগাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন যখন একটি চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই এই কঠোর নিষেধাজ্ঞার প্যাকেজটি আনা হয়েছে।

গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সেখানে কয়েক মাস ধরে প্রক্রিয়াধীন এই বিলটির প্রতি প্রেসিডেন্ট তাঁর সমর্থন ব্যক্ত করেন। বার্তা সংস্থা এপির সঙ্গে আলাপকালে হোয়াইট হাউসের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে গ্রাহাম বলেন, ‘এই পদক্ষেপটি হবে একেবারে সঠিক সময়ের। কারণ, ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অন্যদিকে পুতিন শুধু বকবক করছেন এবং নিরপরাধ মানুষ হত্যা করে চলেছেন।’ গ্রাহাম জানান, আগামী সপ্তাহেই বিলটির ওপর ভোট হতে পারে, যদিও সেই সম্ভাবনা কতটা, তা এখনো স্পষ্ট নয়। প্রতিনিধি পরিষদে পাস হলে সিনেট আগামী সপ্তাহে সরকারি অর্থায়নের একটি সংকুচিত প্যাকেজ নিয়ে আলোচনা করতে পারে। তবে এর পরের সপ্তাহে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস উপলক্ষে সিনেটের কার্যক্রম স্থগিত থাকবে।

গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথালের যৌথভাবে লেখা বিলটি প্রশাসনকে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য রপ্তানি পণ্য কেনা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক ও গৌণ নিষেধাজ্ঞা আরোপের অধিকার দেয়। রাশিয়ার সামরিক অভিযানের অর্থায়নের পথ বন্ধ করাই এর মূল উদ্দেশ্য।

হোয়াইট হাউস এর আগে নিষেধাজ্ঞার এই প্যাকেজে কিছু সংশোধন এবং ট্রাম্পের জন্য কিছুটা শিথিলতার দাবি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা জানা যায়নি। সিনেটে এই বিলের ডজনখানেক সহপ্রস্তাবক রয়েছেন। পাশাপাশি প্রতিনিধি পরিষদেও রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান ফিটজপ্যাট্রিকের খসড়া করা একই ধরনের একটি বিল রয়েছে।

প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ অবসানে ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি শান্তিচুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রধান আলোচক হিসেবে কাজ করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প