হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কাগজের নোট কেন পরিবর্তন করে না যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

১০০ ডলারের একটি মার্কিন নোট। ছবি: সংগৃহীত

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নগদ মুদ্রা ছাপাতে ৯৩ কোটি ১৪ লাখ ডলার ব্যয় করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, দেশটির নগদ অর্থ ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউটের অর্থনৈতিক গবেষক অ্যারন ক্লেইন সিএনবিসিকে বলেছেন, ‘আমরা আমাদের মুদ্রা আধুনিকায়ন বা পরিবর্তন করিনি। এটি সম্ভবত একটি ভুল। আমাদের কাগজের নোটের পরিবর্তে ডলার কয়েন ব্যবহার করা উচিত।’

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে—বিশ্বের অন্যান্য দেশ তাদের কাগজের মুদ্রা আধুনিকায়ন করলেও যুক্তরাষ্ট্র এখনো তা করেনি। বর্তমানে আমেরিকানদের মধ্যে নগদ লেনদেনের পরিবর্তে ইলেকট্রনিক পেমেন্টে প্রবণতা বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, নগদ অর্থের ব্যবহার এখনই হারিয়ে যাবে না।

আমেরিকান নিউমিসম্যাটিক অ্যাসোসিয়েশনের কিউরেটর ও পরিচালক ডগলাস মাড বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ মূলত পলিমার নোটের দিকে চলে গেছে, যা এক ধরনের প্লাস্টিক এবং এটি পুরোনো কাগজের নোটের তুলনায় প্রায় চার গুণ বেশি টেকসই।’

২০১৭ সালে ১০০ ডলারের নোট ১ ডলারের নোটকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মুদ্রায় পরিণত হয়। অনেকেই মনে করেন, ১০০ ডলারের নোটের ব্যবহার বেড়ে যাওয়ার পেছনে কর ফাঁকি দেওয়া বা অবৈধ লেনদেনের হাত থাকতে পারে।

কানসাস সিটির ফেডারেল রিজার্ভ ব্যাংকের পেমেন্ট বিশেষজ্ঞ ফ্রাঙ্কলিন নোল বলেন, ‘১০০ ডলারের নোটের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের মুদ্রার বৈশ্বিক গ্রহণযোগ্যতার কারণে বেড়েছে। এর বেশির ভাগই বিদেশে রয়েছে এবং মূল্য ধরে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে।’

নগদ অর্থের প্রাপ্যতাই নির্ধারণ করে—কোন নোট ও কয়েন প্রচলিত থাকবে। যেমন, যুক্তরাষ্ট্রে এখন ২ ডলারের নোট খুব কম দেখা যায়। কিন্তু এটি এখনো প্রচলিত আছে। অন্যদিকে ৫০০,১০০০ এবং ৫০০০ ডলারের নোট ১৯৬৯ সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ এগুলো খুব কম ব্যবহৃত হতো। তাই ২ ডলারের নোটও বন্ধ হয়ে যেতে পারে।

ডগলাস মাড বলেন, ‘২ ডলারের নোট দৈনন্দিন ব্যবহারে স্থান হারিয়েছে। কারণ এটিকে ভেন্ডিং মেশিনের বাজারে অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে ৫০ সেন্টের কয়েনও জনপ্রিয়তা হারিয়েছে। কারণ এটি পার্কিং মিটারে ব্যবহার করা হয়নি।’

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

ইউরোপজুড়ে তুষারপাতে বিপর্যয়: ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

সোভিয়েতকে তথ্য দিয়ে পশ্চিমাদের বিপদে ফেলেছিলেন যে সিআইএ এজেন্ট, তিনি মারা গেছেন

গ্রিনল্যান্ড দখলের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক অভিযান: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা ভয়ংকর

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ