হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাড়ি দুর্ঘটনায় ইউটিউব তারকা আন্দ্রে বিডলের মৃত্যু

আন্দ্রে বিডল। ছবি: দ্য পিপল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন ইউটিউব তারকা আন্দ্রে বিডল। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। দুর্ঘটনার সময় তিনি তাঁর বিএমডব্লিউ সেডান গাড়িটি চালাচ্ছিলেন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গত বুধবার (৬ নভেম্বর) রাত ১টার পর কুইন্সের নাসাউ এক্সপ্রেসওয়েতে বিডলের গাড়িটি দুর্ঘটনায় পড়লে কর্মকর্তা সেখানে ছুটে যান।

ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিডল তাঁর ২০২৩ মডেলের বিএমডব্লিউ সেডান গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর আগে ওই হাইওয়ের বাম লেন দিয়ে উচ্চ গতিতে পূর্বদিকে যাচ্ছিলেন। পরে তিনি হঠাৎ ডান লেনে গিয়ে একটি ধাতব খুঁটিতে আঘাত করেন।

এ অবস্থায় জরুরি স্বাস্থ্য সেবার (ইএমএস) একটি দল বিডলকে জ্যামাইকা হাসপাতালের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিউইয়র্কের পুলিশ বিভাগ এই দুর্ঘটনা নিয়ে এখনো তদন্ত করছে।

দ্য পিপল জানিয়েছে, ইন্টারনেট ব্যক্তিত্ব বিডলের পর্দার নাম ছিল ওয়ানস্টকএফ ৩০ (1 Stockf 30)। ইউটিউবে তাঁর অর্ধ লক্ষাধিক সাবক্রাইবার ছিল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা আড়াই লাখের বেশি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিডল নিজের গাড়ির সঙ্গে পোজ দিয়ে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা গেছে, হাইওয়েতে তিনি গাড়ি চালাচ্ছেন। গাড়িটি কত দ্রুত যাচ্ছে তা দেখানোর চেষ্টা করছিলেন তিনি। ভিডিওতে দেখা যায়—তাঁর গাড়িটি মাত্র ৩ সেকেন্ডে ৬০ থেকে ১৩০ মাইল গতিবেগে পৌঁছাতে পারে। আবার ৩ সেকেন্ডে ওই গাড়িটি ১০০ থেকে ১৫০ মাইল গতিবেগেও ছুটতে পারে।

মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বিডলের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে খুব ‘আবেগী’ এবং ‘রোমাঞ্চ দ্বারা চালিত’ বলে বর্ণনা করেছে। ওই পোস্টে বিডলের ভক্তদের অনেকেই শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আপনি আমার আইডল ভাই। আপনাকে ছাড়া রেসিংয়ে আমি নিজেকে খুঁজে পাব না।’

গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও