হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হাইতির প্রেসিডেন্ট হত্যা: সন্দেহভাজন ৪ জন পুলিশের গুলিতে নিহত 

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী পর্তোপ্রাঁসে এখনো পুলিশের সঙ্গে সন্দেহভাজনদের লড়াই চলছে।

হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস বলেন, তাদের হত্যা করা হবে অথবা আটক করা হবে।

পুলিশপ্রধান আরও বলেন, ‘চারজন দুর্বৃত্ত নিহত হয়েছে এবং দুজন আমাদের কাছে আটক আছে। অপহৃত তিন পুলিশ সদস্যকেও উদ্ধার করা হয়েছে।’

প্রেসিডেন্টকে হত্যার পর হাইতিতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। পাশাপাশি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

গত বুধবার হামলার শিকার হয়ে প্রাণ হারান হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ জানান, রাজধানী পর্তোপ্রাঁসে রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় অজ্ঞাত অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়।

হাইতির প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হত্যাকাণ্ডকে ভয়াবহ হত্যা বলে আখ্যায়িত করেছেন তিনি। 

অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনে ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার