হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নারী কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক ও সন্তান চেয়েছিলেন মাস্ক: রিপোর্ট

মহাকাশ সংস্থা স্পেসএক্সের অন্তত দুজন কর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। এর মধ্যে একজন ছিলেন সংস্থাটির ইন্টার্ন কর্মী। শুধু তাই নয়, আরও একজন ইন্টার্ন কর্মীকে মাস্ক তাঁর নিজের সন্তান ধারণের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি ফাঁস করেছে ওয়ালস্ট্রিট জার্নাল।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, স্পেসএক্স এবং টেসলা নিজের দুই কোম্পানিতেই প্রযুক্তি বিলিয়নিয়ার এমন একটি সংস্কৃতি তৈরি করেছিলেন, যেখানে নারীরা স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। ইলন মাস্কের বিরুদ্ধে বহু অভিযোগের মধ্যে এটাই সর্বশেষ অভিযোগ। এর আগে তাঁর বিরুদ্ধে কর্মক্ষেত্রেই নিয়মিত এলএসডি, কোকেন, মাশরুম এবং ক্যাটামাইনের মতো ভয়ংকর সব মাদক গ্রহণের অভিযোগ ছিল।

একসময় মাস্কের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছিল—তিনি কর্মক্ষেত্রে এমন একটি প্রতিকূল পরিবেশ তৈরি করেছেন, যেখানে যৌন হয়রানি নিয়ে রসিকতা ছিল একটি সাধারণ ঘটনা। পাশাপাশি পুরুষের তুলনায় নারীদের কম বেতন দেওয়ার বিষয়টিও ছিল। আর এসব বিষয় নিয়ে কেউ উচ্চ-বাচ্য করলেই নিশ্চিতভাবে তিনি তাঁর চাকরিটি হারাতেন।

সাবেক কর্মীদের অনেকেই অভিযোগ করেছিলেন, কর্মক্ষেত্রে একটি ‘যৌনবাদী সংস্কৃতি’ গড়ে তুলেছিলেন মাস্ক, যেখানে যৌন সম্পর্কিত মন্তব্য এবং যৌন নিপীড়নের অন্যান্য ঘটনাকে সহ্য করতে হতো এবং এগুলোকে হালকা করে দেখা হতো।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনটিতে টেসলায় কাজ করা একাধিক নারীর উদ্ধৃতি নেওয়া হয়েছে। এই নারীরা অভিযোগ করেছেন, কর্মক্ষেত্রে তাঁরা ইলন মাস্কের কুনজরে ছিলেন। স্পেসএক্স সংস্থাটির একজন ফ্লাইট এটেনডেন্ট অভিযোগ করেছেন—২০১৬ সালে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিনিময়ে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক।

২০১৩ সালে স্পেসএক্সের চাকরি ছেড়ে দেওয়া আরেক নারী অভিযোগ করেছেন, বিভিন্ন সময়ে তাঁর গর্ভে নিজের সন্তান ধারণের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। ধারণা করা হয়, বিভিন্ন নারীর গর্ভে জন্ম নেওয়া ইলন মাস্কের অন্তত ১০টি সন্তান রয়েছে। তিনি প্রায় সময়ই বলে থাকেন, পৃথিবী একসময় জনসংখ্যা কমে যাওয়ার সংকটে পড়বে এবং উচ্চ আইকিউ সম্পন্ন মানুষদের প্রজনন বাড়ানো উচিত।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনটিতে স্পেসএক্সে অতীতে কাজ করা আরও এক নারীর কথা উল্লেখ করা হয়েছে। ওই নারী ইলন মাস্কের কাছ থেকে প্রায় সময়ই রাতের বেলায় তাঁর বাড়িতে যাওয়ার আহ্বান পেতেন। তাঁর কাছে ইলন মাস্কের কিছু মেসেজও সংরক্ষিত আছে। এর মধ্যে একটি মেসেজে মাস্ক লিখেছিলেন—‘আপনি কি আসছেন তাহলে? যদি না আসেন, আমি সম্ভবত সন্তান ধারণের ক্ষমতা হারাবো। স্বাভাবিক ঘুমের জন্য এটা একটা বড় চাপ।’

আরেক মেসেজে মাস্ক লিখেছেন, ‘সম্ভবত এটাই ভালো হবে, যদি আমরা একে অপরকে আর না দেখি।’

পরদিন সকালে ওই নারী ইলন মাস্ককে এক মেসেজে বলেছিলেন, ‘ওহ, ম্যান। আমি দুঃখিত যে, ঘুমিয়ে পড়েছিলাম। আমি আমার জীবনের বেশির ভাগ সময় গভীর রাত পর্যন্ত জেগে থেকেছি। কিন্তু এটি এখন পরিবর্তনের চেষ্টা করছি। দুঃখিত গতকাল রাতে আমি বিধ্বস্ত ছিলাম।’

ওয়ালস্ট্রিটের প্রতিবেদনকে একটি বস্তাপচা প্রতিবেদন হিসেবে আখ্যা দিয়েছেন স্পেসএক্স ও ইলন মাস্কের আইনজীবীরা। প্রতিবেদনটিকে তাঁরা পুরোপুরি অসত্য বলে দাবি করেছেন। প্রতিবেদনটির বিষয়ে স্পেসএক্সের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার গুয়েন শটওয়েল বলেছেন, ‘অনেক কাটাকুটি করা আপনার ই-মেইলে অসত্য ও ভুল তথ্য একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর বর্ণনা দেয়। আমাদের বিরুদ্ধে কাজ করা সব শক্তির মধ্যেও এই অসাধারণ গোষ্ঠীটি প্রতিদিন যা অর্জন করছে তাতে আমি বিস্মিত হয়ে যাচ্ছি। ইলন সেরাদের একজন, আমি যাদের চিনি।’

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র