হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাবা-মা ও শিশুকে হত্যা করে যুবকের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কর্সিকানায় বাবা-মা ও প্রাক্তন প্রেমিকার ৪ বছর বয়সী সন্তানকে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে তিনি আত্মঘাতী হন। এসময় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন আরও তিন জন। স্থানীয় সময় রোববার মাঝরাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন— হত্যাকারী কেভিন মিলাজোর মা কনি মিমস, সৎ বাবা উইলিয়াম মিমস এবং শিশু হান্টার ফ্রিম্যান। টেক্সাসের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তিনজনকে গুলি করে হত্যা করার পর কেভিন মিলাজো আত্মহত্যা করেন। 

কর্সিকানার পুলিশ প্রধান রবার্ট জনসন জানিয়েছেন, তাঁরা মাঝরাতে কর্সিকানার এক বাড়ি থেকে জরুরি সেবা নম্বর ৯১১-এ একটি কল পান। পরে সেখানে গিয়ে কেভিন মিলাজোর মা কনি, সৎ বাবা উইলিয়াম মিমসকে মৃত অবস্থায় দেখতে পান। সেখানে থাকা গুরুতর আরও দুজনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। 

এদিকে, নাভারো কাউন্টি শেরিফের সহকারী আরেকটি কল পেয়ে একটি বাড়ি গিয়ে এক শিশুকে মৃত অবস্থায় পান। সেখানে তাঁরা আরও একজনকে গুরুতর অবস্থায় পান। তাঁরা দুজনই গুলিবিদ্ধ হয়েছিলেন। এই দুজনের একজন হলেন অভিযুক্ত কেভিন মিলাজোর সন্তান জশুয়া মিলাজো এবং কেভিনের প্রাক্তন এক প্রেমিকার সন্তান হান্টার ফ্রিম্যান।

কর্সিকানার পুলিশ প্রধান রবার্ট জনসন জানিয়েছেন, দ্বিতীয় ঘটনাস্থল থেকে কেভিন মিলাজোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থাও খুব একটা ভালো নয়। 

এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান রবার্ট জনসন।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া