হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাবা-মা ও শিশুকে হত্যা করে যুবকের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কর্সিকানায় বাবা-মা ও প্রাক্তন প্রেমিকার ৪ বছর বয়সী সন্তানকে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে তিনি আত্মঘাতী হন। এসময় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন আরও তিন জন। স্থানীয় সময় রোববার মাঝরাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন— হত্যাকারী কেভিন মিলাজোর মা কনি মিমস, সৎ বাবা উইলিয়াম মিমস এবং শিশু হান্টার ফ্রিম্যান। টেক্সাসের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তিনজনকে গুলি করে হত্যা করার পর কেভিন মিলাজো আত্মহত্যা করেন। 

কর্সিকানার পুলিশ প্রধান রবার্ট জনসন জানিয়েছেন, তাঁরা মাঝরাতে কর্সিকানার এক বাড়ি থেকে জরুরি সেবা নম্বর ৯১১-এ একটি কল পান। পরে সেখানে গিয়ে কেভিন মিলাজোর মা কনি, সৎ বাবা উইলিয়াম মিমসকে মৃত অবস্থায় দেখতে পান। সেখানে থাকা গুরুতর আরও দুজনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। 

এদিকে, নাভারো কাউন্টি শেরিফের সহকারী আরেকটি কল পেয়ে একটি বাড়ি গিয়ে এক শিশুকে মৃত অবস্থায় পান। সেখানে তাঁরা আরও একজনকে গুরুতর অবস্থায় পান। তাঁরা দুজনই গুলিবিদ্ধ হয়েছিলেন। এই দুজনের একজন হলেন অভিযুক্ত কেভিন মিলাজোর সন্তান জশুয়া মিলাজো এবং কেভিনের প্রাক্তন এক প্রেমিকার সন্তান হান্টার ফ্রিম্যান।

কর্সিকানার পুলিশ প্রধান রবার্ট জনসন জানিয়েছেন, দ্বিতীয় ঘটনাস্থল থেকে কেভিন মিলাজোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থাও খুব একটা ভালো নয়। 

এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান রবার্ট জনসন।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ