হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাবা-মা ও শিশুকে হত্যা করে যুবকের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কর্সিকানায় বাবা-মা ও প্রাক্তন প্রেমিকার ৪ বছর বয়সী সন্তানকে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে তিনি আত্মঘাতী হন। এসময় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন আরও তিন জন। স্থানীয় সময় রোববার মাঝরাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন— হত্যাকারী কেভিন মিলাজোর মা কনি মিমস, সৎ বাবা উইলিয়াম মিমস এবং শিশু হান্টার ফ্রিম্যান। টেক্সাসের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তিনজনকে গুলি করে হত্যা করার পর কেভিন মিলাজো আত্মহত্যা করেন। 

কর্সিকানার পুলিশ প্রধান রবার্ট জনসন জানিয়েছেন, তাঁরা মাঝরাতে কর্সিকানার এক বাড়ি থেকে জরুরি সেবা নম্বর ৯১১-এ একটি কল পান। পরে সেখানে গিয়ে কেভিন মিলাজোর মা কনি, সৎ বাবা উইলিয়াম মিমসকে মৃত অবস্থায় দেখতে পান। সেখানে থাকা গুরুতর আরও দুজনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। 

এদিকে, নাভারো কাউন্টি শেরিফের সহকারী আরেকটি কল পেয়ে একটি বাড়ি গিয়ে এক শিশুকে মৃত অবস্থায় পান। সেখানে তাঁরা আরও একজনকে গুরুতর অবস্থায় পান। তাঁরা দুজনই গুলিবিদ্ধ হয়েছিলেন। এই দুজনের একজন হলেন অভিযুক্ত কেভিন মিলাজোর সন্তান জশুয়া মিলাজো এবং কেভিনের প্রাক্তন এক প্রেমিকার সন্তান হান্টার ফ্রিম্যান।

কর্সিকানার পুলিশ প্রধান রবার্ট জনসন জানিয়েছেন, দ্বিতীয় ঘটনাস্থল থেকে কেভিন মিলাজোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থাও খুব একটা ভালো নয়। 

এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান রবার্ট জনসন।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার