আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিক এবং সমস্যায় থাকা আফগানদের আফগানিস্তান ছাড়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্য রেখেই হবে এই বৈঠক। তবে তালেবান নেতৃত্বের সঙ্গে বৈঠক করা মানেই তালিবানি রাজকে স্বীকৃতি দেওয়া নয়, সে কথাও স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুপপাত্র বলেছেন, `নারীসহ আফগানদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে আমরা তালেবানকে সতর্ক করব। চাপ সৃষ্টি করব।'
যদিও এ বৈঠকে দুই পক্ষের কারা হাজির থাকবেন সে ব্যাপারে কিছু জানাননি ওই মুখপাত্র।