হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনের জন্য অস্ত্র নির্মাতা সংস্থার প্রধানকে হত্যার রুশ চক্রান্ত নস্যাতের দাবি যুক্তরাষ্ট্র ও জার্মানির

ইউক্রেনের জন্য পাঠানো অস্ত্র নির্মাণ করে যে সংস্থা, সেটির প্রধান নির্বাহীকে হত্যার চক্রান্ত রুখে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকেই মার্কিন গোয়েন্দারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছিল। তারা জানতে পেরেছিল, রাশিয়ার সরকার একটি শক্তিশালী জার্মান অস্ত্র নির্মাতা সংস্থার প্রধান নির্বাহীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এই সংস্থাটি ইউক্রেনের জন্য আর্টিলারি শেল এবং সামরিক যান তৈরি করছে। 

বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ মার্কিন এবং পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ইউরোপজুড়ে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থনকারী প্রতিরক্ষা শিল্পের প্রধানদের হত্যা করার একটি ধারাবাহিক মিশনের অংশ ছিল ওই ষড়যন্ত্র। পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনের জন্য জার্মান অস্ত্র নির্মাতা সংস্থাগুলোর নেতৃত্বে থাকা আরমিন প্যাপারগারকে হত্যা করার কথা ছিল। 

জার্মান সরকারের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা যখন ওই ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিল—তখন তারা জার্মান সরকারকেও বিষয়টি জানায়। পরে জার্মান নিরাপত্তা সংস্থাগুলো চক্রান্ত নস্যাৎ করে প্যাপারগারকে রক্ষা করতে সক্ষম হয়। 

প্যাপারগারের কোম্পানি রাইনমেটাল ইউক্রেনের গ্রাইন্ডিং যুদ্ধের গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেলগুলোর সবচেয়ে সফল জার্মান প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থাটি আবার আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের অভ্যন্তরে একটি সাঁজোয়া যানের প্ল্যান্ট খুলতে যাচ্ছে। 

বিষয়টি নিয়ে ওয়াশিংটনে অবস্থিত জার্মান দূতাবাসের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিএনএনও ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের কাছেও বিষয়টি নিয়ে জানতে চেয়েছে। 

এই বিষয়ে প্যাপারগারের প্রতিষ্ঠান রাইনমেটালের অন্যতম মুখপাত্র অলিভার হফম্যান কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। 

বিষয়টি নিয়ে হফম্যান বলেন, ‘নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে