হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অর্থ কেলেঙ্কারি: প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিচার শুরু

যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলার সম্মুখীন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়াসহ অর্থ কেলেঙ্কারির একাধিক মামলায় আজ সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিচার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অবৈধ সম্পদ ও যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প বিপুল অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলসকে প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন বলে দাবি করেছেন।

মাইকেল কোহেন শুরুতে এ দাবি অস্বীকার করে বলেন, স্টর্মি ড্যানিয়েলসকে তিনি নিজে থেকেই টাকা দিয়েছিলেন। ঘুষের টাকা ট্রাম্প দেননি। পরে অবশ্য আদালতে কোহেন তাঁর আগের কথার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেন, ট্রাম্পের আদেশেই টাকাটা দিয়েছিলেন তিনি।

তবে ঘুষ দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে শুরুতে দাবি করেন ট্রাম্প। ব্যবসায়িক হিসেবে তিনি দেখান যে কোহেনকে আইনি সহায়তার ফি হিসাবে এই অর্থ দিয়েছেন। এরপর ২০১৮ সালে ট্রাম্প স্বীকার করেন যে ড্যানিয়েলসকে দেওয়া টাকা কোহেনকে পরিশোধ করেছেন তিনি।

আরেকটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্লেমেট অব দ্য ইয়ার কারেন ম্যাকডোগালের দাবি, ট্রাম্পের সঙ্গে তাঁর এক মাস ধরে সম্পর্ক চলছিল। একজন ট্যাবলয়েড প্রকাশক তাঁকে ১ কোটি ৫০ লাখ ডলার দিয়ে তাঁর গল্পের স্বত্ব কিনে নেন। কিন্তু ট্রাম্পের অনুরোধে তিনি নিবন্ধটি আর প্রকাশ করেননি।

ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে, ট্রাম্প টাওয়ারের একজন দারোয়ানকে মুখ বন্ধ রাখার জন্য ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। সেই দারোয়ান এমন এক শিশুর কথা জানেন, যার জন্মদাতা পিতা হচ্ছেন ট্রাম্প।

আজ সোমবার জুরি নির্বাচনের মাধ্যমে বিচার শুরু হবে। ধারণা করা হচ্ছে, এই বিচার ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হতে পারে। 

ট্রাম্পের বিরুদ্ধে ২০১৮ সালে মামলা করেন স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড; যিনি পেশাগত ক্ষেত্রে স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত। সাবেক এই পর্নো তারকার অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে।

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!