হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কারবি। ছবি: ফাইল ছবি

বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশ ও ভারত নিয়ে দুটি প্রশ্ন করেন। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করার সময় তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের হত্যা এবং তাঁদের মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে। এই বিষয়ে প্রেসিডেন্ট অবগত আছেন কি না? জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট বাইডেনের বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বিষয়টি তুলে ধরেছিলেন কি না?’

জবাবে কিরবি বলেন, ‘আমরা খুব, খুব, খুব গুরুত্বের সঙ্গে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও এই বিষয়ে নজর রাখছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

কিরবি আরও বলেন, ‘বাংলাদেশের সব দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার সময় আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের নেতারা ধর্ম-জাতি নির্বিশেষে সব বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতি দিয়েছেন।’

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া