হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কের মেয়র অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ 

বিদেশি উৎস থেকে ঘুষ গ্রহণের ফেডারেল অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দ্য গার্ডিয়ানের এক ব্রেকিং নিউজে এই খবর জানা গেছে। 

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, এরিক অ্যাডামস মেয়র হিসেবে তাঁর মেয়াদের আগে এবং মেয়াদকালে একাধিক বিদেশি উৎস থেকে বিলাসী আন্তর্জাতিক ভ্রমণের মতো সুবিধা চেয়েছিলেন এবং গ্রহণ করেছিলেন। যেসব ধনী ব্যবসায়ীর কাছ থেকে তিনি এসব সুবিধা গ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে তুরস্কের একজন সরকারি কর্মকর্তাও আছেন। 

বলা হচ্ছে, তুর্কি কর্মকর্তার কাছ থেকে বিনা মূল্যে এবং প্রচুর ছাড়ে তুর্কি এয়ারলাইনসে করে তুরস্ক, ভারত ও ঘানায় বিলাসবহুল ভ্রমণ করেছিলেন অ্যাডামস। মূলত ওই কর্মকর্তা নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত তুর্কি কনস্যুলেটের প্রবিধান সম্পর্কিত একটি বিষয়ে অ্যাডামসের সাহায্য চাইতে গিয়েছিলেন। 

পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে এটাও উল্লেখ আছে যে মিথ্যা শংসাপত্রের মাধ্যমে এরিক অ্যাডামসের প্রচারাভিযান ১০ হাজার ডলারের বেশি তহবিল পেয়েছে। 

তদন্ত করতে গিয়ে এফবিআই এজেন্টরা মেয়র অ্যাডামসের সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন। পরে অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অ্যাডামসের ফোন জব্দ করেন তাঁরা। 

এর আগে, বুধবার রাতে প্রকাশিত একটি ভিডিও বক্তব্যে অ্যাডামস তাঁর বিরুদ্ধে যেকোনো অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানিয়েছিলেন। দাবি করেছিলেন, মিথ্যার ওপর ভিত্তি করে একটি মামলায় তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প