হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কায় টিকটকারেরা হুমড়ি খাচ্ছেন রেডনোটে

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কার মধ্যে ব্যবহারকারীরা ‘রেডনোট’ নামে অপর একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন। বলা হচ্ছে, নিজেদের ‘টিকটক শরণার্থী’ পরিচয় দিয়ে ব্যবহারকারীরা রেডনোটে অভিবাসন করছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে রেডনোট হয়ে উঠেছিল সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ।

রেডনোট চীনের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। এটি মূলত টিকটক এবং ইনস্টাগ্রামের মিশ্র রূপ। অ্যাপটি বর্তমানে প্রায় ৩০ কোটি মাসিক ব্যবহারকারীকে ডেটিং, ফ্যাশন এবং জীবনযাত্রার টিপস বিনিময়ের সুযোগ দিচ্ছে।

জানা গেছে, মার্কিন সুপ্রিম কোর্ট এমন একটি আইন নিয়ে রায় দেবে, যার ফলে আগামী ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক।

তবে টিকটকের আইনজীবীরা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা দেওয়া হলে এটি মার্কিন সংবিধানের বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে।

এদিকে রেডনোট অ্যাপটি নতুন ব্যবহারকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ‘টিকটক শরণার্থী’ শিরোনামে ৬৩ হাজারের বেশি পোস্টে নতুন ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহার এবং চীনা ভাষার প্রাথমিক শব্দ শেখানোর টিপস দেওয়া হচ্ছে। তবে রেডনোটেও চীনা সরকারের সমালোচনা নিয়ে সেন্সরশিপের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাইওয়ানে নিরাপত্তা শঙ্কার কারণে সরকারি কর্মকর্তাদের এই অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রেডনোটে প্রবেশ করা মার্কিন ব্যবহারকারীদের কাছে চীনা ব্যবহারকারীরা মজা করে নিজেদের ‘চীনা গুপ্তচর’ হিসেবে পরিচয় দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্কুল ক্যানটিন কর্মী সারা ফাদারিংহ্যাম রেডনোটে যোগ দিয়ে বলেছেন, ‘চীনের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে জানার দারুণ সুযোগ পেয়েছি।’

ভার্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসন বলেছেন, ‘রেডনোট দারুণ লাগছে। তবে আমাকে মান্দারিন শিখতে হবে!’

রেডনোটে টেনেসির প্রযুক্তি কর্মী সিডনি ক্রাউলি ২৪ ঘণ্টার মধ্যে ৬ হাজার ফলোয়ার পেয়েছেন। তিনি বলেন, ‘টিকটক থাকলেও আমি রেডনোটে আমার প্ল্যাটফর্ম বজায় রাখব এবং নতুন সম্পর্ক ও সুযোগের সন্ধান করব।’

রেডনোট এখন নতুন ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগের একটি বিকল্প প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। চীনা সংস্কৃতি এবং নতুন বন্ধুত্ব তৈরি করার জন্য অ্যাপটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে।

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা