হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন পাসপোর্ট নবায়ন করতে গিয়ে নাগরিকত্বই হারালেন

আমেরিকায় জন্মগ্রহণ ছাড়াও ৩০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন ৬২ বছর বয়সী সিয়াভাস সোবহানি। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন। সম্প্রতি পাসপোর্ট নবায়ন করতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নাগরিকত্বই বাতিল করা হয়েছে। সোবহানির বাবা ছিলেন এক ইরানি কূটনীতিক। 

ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে সিয়াভাস সোবহানিকে জানানো হয়, শৈশবে তাঁকে ভুল করে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, বাবা-মা কূটনীতিক হলেই স্বয়ংক্রিয়ভাবে কেউ মার্কিন নাগরিকত্ব পাবেন না। 

বিষয়টি একটি ধাক্কার মতো ছিল জানিয়ে ওয়াশিংটন পোস্টকে সোবহানি বলেন, ‘আমি একজন চিকিৎসক। সারা জীবন এখানেই ছিলাম। আমি ট্যাক্স দিয়েছি। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছি। উত্তর ভার্জিনিয়ায় আমি আমার সম্প্রদায়ের সেবা করেছি। কোভিডের সময়ও কাজে ছিলাম। আমার পরিবারকে ঝুঁকির মধ্যে রেখেছি। কিন্তু ৬২ বছর পর যদি আপনাকে বলা হয়, আপনি আর মার্কিন নাগরিক নন, এটা সত্যিই মর্মান্তিক।’ 

জানা গেছে, সোবহানি গত ফেব্রুয়ারিতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার পাসপোর্ট নবায়ন করেছিলেন। কিন্তু এবার তিনি নতুন পাসপোর্ট পাননি। পরিবর্তে পররাষ্ট্র দপ্তর থেকে তাঁকে নাগরিকত্ব বাতিলের খবর জানিয়ে চিঠিটি পাঠানো হয়। 

চিঠিটির ভাষ্য অনুযায়ী, জন্মের সময় সোবহানিকে নাগরিকত্ব দেওয়া উচিত হয়নি। কারণ, তাঁর বাবা ইরান দূতাবাসের একজন কূটনীতিক ছিলেন। নাগরিকত্ব বাতিলের খবর দিয়ে চিঠিতে একটি ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে এবং বৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে সোবহানিকে।

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ

ধনীদের মার্কিন নাগরিকত্ব দেবে ‘ট্রাম্প গোল্ড কার্ড’, মূল্য ১০ লাখ ডলার

মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের জন্য রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের বাজেট

সমুদ্রে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ঢুকতে ৪২ দেশের নাগরিকদের দিতে হবে সোশ্যাল মিডিয়ার ৫ বছরের রেকর্ড