হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসের সিনাগগে জিম্মি ঘটনার অবসান, মুক্ত সবাই

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 

বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ

ধনীদের মার্কিন নাগরিকত্ব দেবে ‘ট্রাম্প গোল্ড কার্ড’, মূল্য ১০ লাখ ডলার

মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের জন্য রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের বাজেট