হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এত বড় পদে মুসলিম

ভারতীয়-আমেরিকান অ্যাটর্নি রাশাদ হুসাইন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন। প্রথমবারের মতো দেশটির এমন গুরুত্বপূর্ণ পদে একজন মুসলিমকে নিয়োগ দিলেন জো বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

হোয়াইট হাউসের গতকালের (৩০ জুলাই) এক বিবৃতিতে বলা হয়, 'হুসাইন হলেন প্রথম মুসলিম যিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন। আজকের ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্টের—'ঠিক যুক্তরাষ্ট্রের মতো দেখতে এবং সকল ধর্মের মানুষের সমন্বয়ে প্রশাসন' অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন। 

হুসাইন বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে পার্টনারশিপ এবং গ্লোবাল এনগেজমেন্টের পরিচালকের দায়িত্ব পালন করছেন। দ্রুতই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। 

রাশাদ এর আগে বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগে সিনিয়র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওবামা প্রশাসনের সময় তিনি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, কৌশলগত কাউন্টার টেরোরিজমের সঙ্গে যোগাযোগের জন্য মার্কিন বিশেষ দূত এবং হোয়াইট হাউস কাউন্সিলের উপ-সহযোগী হিসেবে কাজ করেছেন।

দূত হিসেবে তিনি শিক্ষা, উদ্যোক্তা, স্বাস্থ্য, আন্তর্জাতিক নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য ওআইসি, জাতিসংঘ, বিদেশি সরকার এবং সুশীল সমাজের সঙ্গে কাজ করেছেন। তিনি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে ধর্মবিরোধীদের মোকাবিলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার চেষ্টাতেও নেতৃত্ব দিয়েছেন।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া