হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাবা কী করেন—জাকারবার্গের মেয়েরা যা ভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দুনিয়ায় জাকারবার্গের নাম কে না জানে। বর্তমানে তিনি মেটার সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে একসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় তিনটি মাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন এই টেক জায়ান্ট। তবে প্রযুক্তি সাম্রাজ্যের বাইরেও জাকারবার্গের আরও অনেক দিকে আগ্রহ রয়েছে। এই আগ্রহের ফল হিসেবে এবার নিজ বাড়িতেই পরিচয় সংকটে পড়লেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা। 

জানা গেছে, বাবাকে একজন ‘পশু-পালক’ মনে করে জাকারবার্গের মেয়েরা। সাম্প্রতিক সময়ে শখের বশে মার্শাল আর্ট, হাইড্রোফিলিংয়ের পাশাপাশি গরু পালনেও মন দিয়েছিলেন জাকারবার্গ। আর এতেই মেটার মতো জটিল বিষয় নিয়ে ভাবনা-চিন্তা না করা জাকারবার্গের মেয়েরা বাবাকে একজন পশু-পালক হিসেবেই ধরে নিয়েছে। 

মর্নিং ব্রিউ ডেইলি নামে একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি ফাঁস করেছেন জাকারবার্গ নিজেই। সাক্ষাৎকারে মেটা বিষয়টিকে অনুধাবনের বিষয়ে উপস্থাপককে তিনি বলেন, ‘আপনি যদি বাচ্চাদের মতো হন, যেমনটি আমার কন্যারা, মেটা বিষয়টি আপনার মাথায় ঢোকানো কঠিন হবে, তাই না? এটা খুবই বিমূর্ত অ্যাপ। আমার মেয়েরা ভেবে বসেছে, আমি একজন গরু পালনকারী।’ 

গরু পালন নিয়ে অবশ্য জাকারবার্গের মেয়েরাও খুব উৎসাহী। এ বিষয়ে তারা বাবাকে সাধ্যমতো সহযোগিতাও করে। আর পারিবারিক এমন উৎসাহ পেয়েই হয়তো জাকারবার্গ ভাবছেন, ভবিষ্যতে তিনি ‘মার্কস মিট’ নামে উন্নতমানের গরুর মাংস উৎপাদন এবং বিপণন করবেন। 

গরু বিষয়ক প্রকল্পে সফলতা পাওয়ার জন্য ইতিমধ্যেই নিজের খামারে থাকা গরুগুলোকে অভিনব উপায়ে খাবার সরবরাহ করছেন জাকারবার্গ। তিনি তাঁর পোষা গরুগুলোকে পানীয় হিসেবে বিয়ার সরবরাহ করা ছাড়াও খাদ্য হিসেবে উন্নতমানের ম্যাকাডেমিয়া বাদাম সরবরাহ করেন। 

সে যা-ই হোক, মর্নিং ব্রিউ ডেইলি পডকাস্টে কথা বলা সময় বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের বিষয়েও কথা বলেন জাকারবার্গ। তিনি জানান, এই প্রবণতা সহসাই থেমে যাবে না। কারণ কোম্পানিগুলো তাদের কাজের ধরনে বদল আনছে। মহামারি পরবর্তী সময়ে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে এসব কোম্পানি।

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র