হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাবা কী করেন—জাকারবার্গের মেয়েরা যা ভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দুনিয়ায় জাকারবার্গের নাম কে না জানে। বর্তমানে তিনি মেটার সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে একসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় তিনটি মাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন এই টেক জায়ান্ট। তবে প্রযুক্তি সাম্রাজ্যের বাইরেও জাকারবার্গের আরও অনেক দিকে আগ্রহ রয়েছে। এই আগ্রহের ফল হিসেবে এবার নিজ বাড়িতেই পরিচয় সংকটে পড়লেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা। 

জানা গেছে, বাবাকে একজন ‘পশু-পালক’ মনে করে জাকারবার্গের মেয়েরা। সাম্প্রতিক সময়ে শখের বশে মার্শাল আর্ট, হাইড্রোফিলিংয়ের পাশাপাশি গরু পালনেও মন দিয়েছিলেন জাকারবার্গ। আর এতেই মেটার মতো জটিল বিষয় নিয়ে ভাবনা-চিন্তা না করা জাকারবার্গের মেয়েরা বাবাকে একজন পশু-পালক হিসেবেই ধরে নিয়েছে। 

মর্নিং ব্রিউ ডেইলি নামে একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি ফাঁস করেছেন জাকারবার্গ নিজেই। সাক্ষাৎকারে মেটা বিষয়টিকে অনুধাবনের বিষয়ে উপস্থাপককে তিনি বলেন, ‘আপনি যদি বাচ্চাদের মতো হন, যেমনটি আমার কন্যারা, মেটা বিষয়টি আপনার মাথায় ঢোকানো কঠিন হবে, তাই না? এটা খুবই বিমূর্ত অ্যাপ। আমার মেয়েরা ভেবে বসেছে, আমি একজন গরু পালনকারী।’ 

গরু পালন নিয়ে অবশ্য জাকারবার্গের মেয়েরাও খুব উৎসাহী। এ বিষয়ে তারা বাবাকে সাধ্যমতো সহযোগিতাও করে। আর পারিবারিক এমন উৎসাহ পেয়েই হয়তো জাকারবার্গ ভাবছেন, ভবিষ্যতে তিনি ‘মার্কস মিট’ নামে উন্নতমানের গরুর মাংস উৎপাদন এবং বিপণন করবেন। 

গরু বিষয়ক প্রকল্পে সফলতা পাওয়ার জন্য ইতিমধ্যেই নিজের খামারে থাকা গরুগুলোকে অভিনব উপায়ে খাবার সরবরাহ করছেন জাকারবার্গ। তিনি তাঁর পোষা গরুগুলোকে পানীয় হিসেবে বিয়ার সরবরাহ করা ছাড়াও খাদ্য হিসেবে উন্নতমানের ম্যাকাডেমিয়া বাদাম সরবরাহ করেন। 

সে যা-ই হোক, মর্নিং ব্রিউ ডেইলি পডকাস্টে কথা বলা সময় বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের বিষয়েও কথা বলেন জাকারবার্গ। তিনি জানান, এই প্রবণতা সহসাই থেমে যাবে না। কারণ কোম্পানিগুলো তাদের কাজের ধরনে বদল আনছে। মহামারি পরবর্তী সময়ে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে এসব কোম্পানি।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম