হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বন্দুক কেনার মামলায় দোষী সাব্যস্ত বাইডেনপুত্র হান্টার

আগ্নেয়াস্ত্র কেনার মামলায় শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বিবিসি জানিয়েছে, বন্দুক কেনার সময় মাদকাসক্তির বিষয়ে মিথ্যা বলার জন্য ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড হান্টারকে দোষী সাব্যস্ত করেছেন।  

মামলায় হান্টারের বিরুদ্ধে অভিযোগ ছিল—২০১৮ সালে তিনি কোল্ট রিভলবার কেনার সময় যে ফরম পূরণ করেছিলেন, তাতে দুটি মিথ্যা তথ্য দিয়েছিলেন। এর মধ্যে প্রথমটি হলো, তিনি সেই সময় মদ্যপ ছিলেন না বলে জানিয়েছিলেন। দ্বিতীয় মিথ্যাটি হলো, তিনি ফরমে থাকা সব তথ্য সত্যি বলে দাবি করেছিলেন।  

সম্প্রতি ছেলে হান্টারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, অপরাধ প্রমাণিত হলে তিনি কোনো দিনও তাঁর ছেলেকে ক্ষমা করতে পারবেন না। 

জানা গেছে, হান্টার ওই বন্দুক ১১ দিন নিজের কাছে রেখেছিলেন। পরে তাঁর তৎকালীন প্রেমিকা বন্দুকটি ডাস্টবিনে ফেলে দেন। 

হান্টারকে দোষী সাব্যস্ত করার পর বিচারক এখনো তাঁর শাস্তি ঘোষণার তারিখ নির্ধারণ করেননি। সাধারণত ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়। মার্কিন আইন অনুযায়ী, এই ধরনের অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে অতীতে এ ধরনের অপরাধের সঙ্গে হান্টারের জড়িত থাকার রেকর্ড না থাকায় তাঁর হালকা সাজা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা