হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পকে ‘হিটলার ও গাধা’ বলা জেডি ভ্যান্সই এখন তাঁর ভাইস প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এএফপি

রিপাবলিকান পার্টির সদস্য হলেও একসময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোরতর বিরোধী ছিলেন জেডি ভ্যান্স। আর সেই ভ্যান্সকেই ডোনাল্ড ট্রাম্প তাঁর রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিলেন। নির্বাচন শেষে সেই ভ্যান্সই এখন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত জুলাইয়ে ট্রাম্প জেডি ভ্যান্সকে তাঁর রানিংমেট মনোনীত করেন। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, ‘দীর্ঘ চিন্তাভাবনার পর এবং অন্য অনেকের অসাধারণ প্রতিভা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের পদ গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স।’

ট্রাম্প জেডি ভ্যান্সকে তাঁর রানিংমেট মনোনীত করলেও এর আগে একটা সময় ভ্যান্স তাঁর কট্টর বিরোধী ছিলেন। ২০১৬ সালে জেডি ভ্যান্স টুইটারে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কখনোই ট্রাম্পের লোক নই। আমি তাঁকে কখনোই পছন্দ করিনি।’ তিনি আরও বলেছিলেন, ‘হায় ঈশ্বর, তিনি বোকা একটা মানুষ। আমি তাঁকে নিন্দনীয় মনে করি।’

সে বছর জেডি ভ্যান্স তাঁর বিখ্যাত স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ প্রকাশ করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। সে বছরই তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আমি ট্রাম্পকে একজন নিষ্ঠুর গাধা বলে মনে করি...বা তিনি আমেরিকার হিটলার—এমন ভাবনা বারবার আমার মধ্যে ফিরে আসে।’ কিন্তু কয়েক বছরের মধ্যেই পাশার দান পাল্টে যায়। একসময়ের কট্টর সমালোচক থেকে ট্রাম্পের কট্টর সমর্থক বনে যান ভ্যান্স।

জেডি তথা জেমস ডেভিড ভ্যান্স বর্তমানে ওহাইও থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর। তিনি সাবেক রিপাবলিকান সিনেটর রব পোর্টম্যানের স্থলাভিষিক্ত হন ২০২২ সালের নির্বাচনে। এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে রানিংমেটের মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন এই নেতা।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম