ইউক্রেনের জন্য সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। প্যাকেজ অনুযায়ী ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্রসহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
পেন্টাগন বলেছে, ‘যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জন্য দরকারি জরুরি চাহিদা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তায় প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা প্রদানের জন্য কাজ চালিয়ে যাবে।’
নতুন প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, এআইএম-৭ এয়ার ডিফেন্স মিসাইল, অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম এবং স্টিংগার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও রয়েছে।
এ ছাড়া হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমারস, ১৫৫ এমএম এবং ১০৫ এমএম আর্টিলারি রাউন্ড, ১০৫ এমএম ট্যাংক গোলাবারুদ এবং জুনি এয়ারক্রাফট রকেটের জন্য গোলাবারুদও এই সহায়তা প্যাকেজের অংশ হিসেবে থাকছে।
এখন পর্যন্ত ইউক্রেনে মার্কিন নিরাপত্তাসহায়তার মোট পরিমাণ ৩ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার বলে জানিয়ে পেন্টাগন।