হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিন চাইলে কথা বলতে প্রস্তুত বাইডেন 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তাঁর সঙ্গে কথা বলতে ও দ্বিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন।

বিবিসির এক প্রতিবেদন বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সফর করা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাইডেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন। এ সময় ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা সুরক্ষায় সমর্থন’ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বাইডেন বলেন, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত, যদি সত্যিকার অর্থে তাঁর মধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণের আগ্রহ থাকে যে তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তা করেননি।’

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, দেশটি কখনই ইউক্রেনকে অগ্রহণযোগ্য বলে বিবেচিত কোনো আপস করার জন্য অনুরোধ করবে না।

বৃহস্পতিবার ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক বিবৃতিতে বলেছেন, ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত দেশটির ১০ থেকে ১৩ হাজার সেনার মৃত্যু হয়েছে। মূলত এ বিবৃতির পরিপ্রেক্ষিতে বাইডেন ও মাখোঁ ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন।

ইউক্রেন যুদ্ধ নয় মাস গড়ালেও ইউক্রেন কিংবা রাশিয়া কেউই আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি এবং পদোলিয়াকের সংখ্যাটাও এখন পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলেই বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের এক লাখ করে ইউক্রেন ও রাশিয়ার মোট দুই লাখ সেনা হতাহত হয়েছে। 

এদিকে বুধবার এক ভিডিও ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন দাবি করেন, যুদ্ধে এক লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে সংস্থাটির মুখপাত্র পরে পরিষ্কার করেন, নিহতের সংখ্যাটা ভুল ছিল। আসলে সংখ্যাটা হবে আহত-নিহত দুইটা মিলিয়েই।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা