হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেন-সুনাক বৈঠক, আর্থিক সহযোগিতার ঘোষণা

ডয়চে ভেলে

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউসে গিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক করছেন ঋষি সুনাক। বাইডেন ও সুনাকের মধ্যে আলোচনার পর আটলান্টিক ঘোষণাপত্র জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে দুই দেশ বিনিয়োগ বাড়াবে।

সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চারবার বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি হোয়াইট হাউসে গিয়ে বৈঠক করলেন।

কী নিয়ে কথা হলো?
বাইডেন ও সুনাক আর্থিক সহযোগিতা, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, উত্তর আয়ারল্যান্ড এবং নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। বাইডেন জানিয়েছেন, তাঁরা ইউক্রেনকে নিঃশর্ত সমর্থন জানিয়ে যাওয়া নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৫০টিরও বেশি দেশ ইউক্রেনকে সামরিক সাহায্য করছে। 

বৈঠকের পর দুই নেতা সাংবাদিক সম্মেলনও করেছেন। 

ঘোষণাপত্র
বাইডেন ও সুনাক আটলান্টিক ঘোষণাপত্রের কথা বলেছেন। মূলত চীনের প্রভাব কমাতে দুই দেশ প্রতিরক্ষা ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। ঘোষণাপত্রে বলা হয়েছে, রাশিয়া ও চীনের মতো দেশের জন্য আন্তর্জাতিক স্থায়িত্ব বিপদের মুখে পড়েছে। 

ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, আমেরিকা ও যুক্তরাজ্য একে অন্যের দেশে বিনিয়োগ করবে। সুনাক জানিয়েছেন, দুই দেশের মধ্যে আর্থিক সম্পর্ক এত শক্তিশালী আগে কখনো ছিল না।

সুনাক মার্কিন শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন। তারপর তিনি জানিয়েছেন, মার্কিন শিল্পপতিরা যুক্তরাজ্যে ১ হাজার ৭০০ কোটি ডলারের বিনিয়োগ করবে।

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই