হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েল-ইউক্রেনকে আরও ১০ হাজার কোটি ডলার সহায়তা দিতে চান বাইডেন 

ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতে আরও ১০ হাজার কোটি ডলার খরচ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই লক্ষ্যে তিনি একটি বিল উত্থাপন করতে চান মার্কিন কংগ্রেসে। তবে ১০ হাজার কোটি ডলারের একটি অংশ তাইওয়ানকে সহায়তা দিতে মেক্সিকো সীমান্ত সুরক্ষিত করতেও ব্যয় হবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বিলটি উত্থাপন করার বিষয়টি অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে বিষয়টি এখনো কংগ্রেসে উত্থাপন করা হয়নি। উত্থাপনের পর আশা করা হচ্ছে, সরকার ও বিরোধী উভয় পক্ষ থেকে সমর্থন পাবে। 

অন্য একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বিলটির বিস্তারিত ও খুঁটিনাটি নিয়ে এখনো কাজ করা হচ্ছে। তবে এই সহায়তা এককালীন নয়, বরং পরবর্তী এক বছর ধরে এই পরিমাণ সহায়তা দেওয়া হবে দেশ তিনটিকে—বিশেষ করে ইসরায়েল ও ইউক্রেনকে। এর আগে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থি ইউক্রেনের জন্য তিন মাস মেয়াদে ২৪ বিলিয়ন ডলার অর্থসহায়তা অনুমোদন করেন। এর পরপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাঁর দলের এক আইনপ্রণেতা এবং ভোটের পর ম্যাকার্থি তাঁর পদ হারান। 

ইসরায়েলকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলেই আইনপ্রণেতারাই আগ্রহী। কিন্তু বিপরীতে ইউক্রেনকে সহায়তা দেওয়ার ব্যাপারে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা খুব একটা উৎসাহী নন। এর আগে কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা মাইকেল ম্যাকল গত সপ্তাহে সীমান্ত নিরাপত্তা বিলের সঙ্গে বিদেশি সহায়তা বিলকে সংযুক্ত করার প্রস্তাব করেছিলেন। তাঁর প্রস্তাব গৃহীত হলে হয়তো বাইডেন উত্থাপিত বিলে বৈদেশিক সহায়তার পাশাপাশি সীমান্ত সুরক্ষা বিলও যুক্ত হবে। 

এদিক হামাস-ইসরায়েল যুদ্ধের তীব্রতার মধ্যেই আজ ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন। এই সফরে ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের রাজধানী আম্মানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলবেন বলে জানানো হয়েছিল। কিন্তু গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে বৈঠক বাতিল করেছেন জর্ডানের বাদশাহ। মাহমুদ আব্বাসও বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন।

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের