হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের আরেক সমর্থকের ৪ বছরের কারাদণ্ড 

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় আলাবামার এক ব্যক্তিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লনি কফম্যান। তাঁর বিরুদ্ধে হামলার দিন মলটভ ককটেইল বহনের অভিযোগ আনা হয়েছে। 

কফম্যানসহ এ পর্যন্ত ৩ জন ট্রাম্পের সমর্থক ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড পেলেন। এর আগে ট্রাম্পের দুই সমর্থককে ৬৩ মাস এবং ৫১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এ ছাড়া ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ১০০ জনের বেশি অভিযুক্তকে স্বল্প সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক কলার-কোটেলি বলেন, তাঁর ট্রাকে একটি ছোট অস্ত্রাগার ছিল, যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। আমি এখনো বুঝতে পারি না কেন তিনি এটি করেছিলেন। 

গত বছরের ৬ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন কফম্যান। 

 ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন। এই ভোট গণনার মধ্য দিয়েই ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা