হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কনসার্টে আলিঙ্গন: মার্কিন কোম্পানির সিইওর পর সেই নারী কর্মকর্তারও পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­

ভাইরাল ভিডিও থেকে নেওয়া দুটি মুহূর্ত

কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার ঘটনায় অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গতকাল বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার জানিয়েছে, ক্রিস্টিন ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লে গানের সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।

তাদের আচরণ দেখে কোল্ডপ্লে’র ভোকালিস্ট ক্রিস মার্টিন তখনই বলেন, ‘হয় ওদের মধ্যে পরকীয় করছে, নয়তো ওরা খুবই লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।

এ ঘটনার পর অ্যান্ডিকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেয় অ্যাস্ট্রোনোমার। জানায়, অ্যান্ডি ও ক্রিস্টিনের সম্পর্কের বিষয়ে তদন্ত করবে তারা। অবশ্য ঘটনার একদিনের মধ্যে পদত্যাগ করেন অ্যান্ডি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে অ্যান্ডি তার স্ত্রী ও অ্যাস্ট্রোনোমারের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে, পরে অ্যস্ট্রোনোমার লিংকড ইনে এক পোস্টে জানায় ওই পোস্টটি মূলত ভুয়া পোস্ট। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা