হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হাঙরের আক্রমণে প্রাণ হারালেন পাইরেটস অব ক্যারিবিয়ান অভিনেতা

পাইরেটস অব ক্যারিবিয়ান সিনেমায় দুষ্টু এক জলদস্যুর ভূমিকায় অভিনয় করেছিলেন তামায়ো প্যারি। তবে ব্যক্তিজীবনে একজন সার্ফিং প্রশিক্ষক এবং সমুদ্র নিরাপত্তায় কাজ করতেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। অবশেষে সমুদ্রেই তাঁর প্রাণ গেল। হাওয়াইয়ের ওয়াহু উপকূলে হাঙরের আক্রমণে মারা গেছেন তিনি।

সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাইরেটস অব ক্যারিবিয়ান: অন স্ট্র্যাঞ্জার টাইডস’ সিনেমাটি ছাড়াও ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ও আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তামায়ো।

হাওয়াইয়ের হনলুলু ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গতকাল রোববার গোট আইল্যান্ডের কাছাকাছি সামুদ্রিক এলাকায় হাঙরের আক্রমণের শিকার হন তামায়ো। পরে কল করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে স্থানীয় সময় দুপুর ১টার আগে জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থল মালেকাহানা সৈকতে পৌঁছায়।

হনলুলুর জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা শেন অ্যানরাইট জানান, উদ্ধারকারীরা তামায়োর ক্ষতবিক্ষত শরীর তীরে নিয়ে আসে। পরে প্যারামেডিকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ২০১৬ সাল থেকে হনলুলুর মহাসাগর নিরাপত্তা বিভাগের সঙ্গে কাজ করছিলেন তামায়ো।

হনলুলুর ওশান সেফটির প্রধান কার্ট লেগার জানিয়েছেন, তামায়োর মৃত্যুর ঘটনায় উপকূলে হাঙর নিয়ে সতর্কবার্তা পোস্ট করেছে সমুদ্র নিরাপত্তাকর্মীরা। তামায়োর বিষয়ে লেগার বলেন, ‘তিনি উত্তর উপকূলে সুপরিচিত। তিনি এমন একজন পেশাদার সার্ফার, পুরো পৃথিবীজুড়ে যার পরিচিতি রয়েছে।’

লেগার আরও বলেন, ‘তামায়োর ব্যক্তিত্ব আকর্ষণীয় ছিল এবং লোকেরা তাকে যেমন ভালবাসতো, তিনিও সবাইকে তেমনটাই ভালোবাসতেন।’

তামায়োর মৃত্যুকে ‘একটি দুঃখজনক ক্ষতি’ বলে অভিহিত করেছেন হনলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি। তিনি বলেন, ‘তামায়ো একজন কিংবদন্তি জলমানব ছিলেন এবং অত্যন্ত সম্মানিত ছিলেন।’

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট