হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের জোলিয়েটে রোমিওর বন্দুক হামলায় নিহত ৭ 

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারী সাত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন। ইলিনয়ের জোলিয়েট শহরের রাস্তার ধারের দুটি বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই সাতজনকে হত্যা করা হয়। শহরটি শিকাগো থেকে মাত্র ৩৫ মাইল দূরে অবস্থিত। স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী অন্য একটি জায়গায় আরও একবার গুলি চালিয়েছেন। 

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে রোমিও ন্যান্সে নামে ২৩ বছরের এক তরুণকে শনাক্ত করেছে। গুলি করার আগে, রোমিও টয়োটা ক্যামরি মডেলের একটি গাড়ি চালাচ্ছিলেন। তবে নিহত সাতজনের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি জুলিয়েট পুলিশ। 

স্থানীয় উইল কাউন্টির শেরিফের ডেপুটিরা গত রোববার এক জোড়া গুলির ঘটনায় জড়িত থাকার সন্দেহে রোমির গাড়িটি খুঁজতে গিয়ে একজন আহত ও একজন নিহতের সন্ধান পান। গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে পুলিশ ন্যান্সের সর্বশেষ বাড়িতে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। শেরিফের ডেপুটি চিফ ড্যান জ্যাঙ্গলেস জানান, ন্যান্সের বাড়িতে কাউকে না পেয়ে তাঁরা কাছাকাছি অপর একটি বাড়িতে যান। সেখানেই তাঁরা ওই দুই হতাহতকে দেখতে পান। 

ড্যান জ্যাঙ্গলেস আরও জানান, পরে তাঁরা রাস্তার ওপর পাশের বাড়িতে গিয়ে আরও পাঁচ ব্যক্তিকে মৃত অবস্থায় পান। এনবিসির শিকাগো প্রতিনিধি জানিয়েছেন, রাস্তার দুই পাশের দুটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছিল। এ বিষয়ে জোলিয়েটের পুলিশপ্রধান বিল ইভান্স বলেন, ‘ওয়েস্ট একরস রোডের ২২০০ নম্বর ব্লকের দুটি দৃশ্য আমার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত দৃশ্য।’

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প