হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নির্বাচনে জালিয়াতির অভিযোগে সিয়েরা লিওনের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

আফ্রিকার দেশ সিয়েরা লিওনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ওপর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, নির্বাচনে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সিয়েরা লিওনসহ সারা বিশ্বে গণতন্ত্রকে সমর্থন ও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ (৩১ আগস্ট) আমি ২০২৩ সালের জুন মাসে সিয়েরা লিওনে অনুষ্ঠিত নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১২ (এ) (৩) সি-এর অধীনে নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করছি।’

বিবৃতিতে ব্লিঙ্কেন আরও বলেন, ‘এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতিসহ সিয়েরা লিওনে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত কিংবা হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভোটার, পর্যবেক্ষক বা সুশীল সমাজের সংগঠনকে ভয় দেখানো, মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘনে জড়িত রয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে ভিসা বিধিনিষেধ অনুসরণ করবে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতায় পড়তে পারেন। যেসব ব্যক্তি সিয়েরা লিওনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করেছেন, বিশেষ করে ২০২৩ সালের নির্বাচনে যাঁরা নেতৃত্বে ছিলেন কিংবা যাঁরা নির্বাচন চলাকালে পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন, তাঁরাও এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।’ 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি কিংবা কতজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, ‘ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। সিয়েরা লিওনের সাধারণ নাগরিকেরা এর আওতায় পড়বেন না।’ 

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সিয়েরা লিওনের সাধারণ জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এই নিষেধাজ্ঞা জনগণের ইচ্ছাকে প্রকাশ করা এবং গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করার লক্ষ্যেই ঘোষিত।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প