হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুদ্ধ সম্পর্কে পুতিনকে ভুল তথ্য দেওয়া হচ্ছে: যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। বুধবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের বিশ্বাস—ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে পুতিনকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর আশপাশের উপদেষ্টারা ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মান কতটা খারাপ এবং রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব কি পরিমাণ ভয়াবহ হতে পারে—সে সম্পর্কে ‘ভুল তথ্য’ দিচ্ছেন। 

সেই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি—পুতিন ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মান কতটা খারাপ এবং কীভাবে রাশিয়ার অর্থনীতি নিষেধাজ্ঞার কারণে পঙ্গু হয়ে যাচ্ছে সে সম্পর্কে তাঁর উপদেষ্টাদের কাছ থেকে ভুল তথ্য পাচ্ছেন। কারণ তাঁর সিনিয়র উপদেষ্টারা তাঁকে সত্য বলতে খুব ভয় পান।’ 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের লব্ধ তথ্যের ভিত্তিতে করা ওই মূল্যায়ন করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য রয়েছে—যা নির্দেশ করে, পুতিন তাঁর কাছে সরবরাহ করা ভুল তথ্য সম্পর্কে সচেতন হয়েছেন। এ কারণে, পুতিন ও তাঁর শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে মতবিভেদ সৃষ্টি হয়েছে।’ 

ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে—পুতিন রাশিয়ান সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণে বিভ্রান্ত বোধ করেছেন। দেশটির প্রতিরক্ষা নেতৃবৃন্দের প্রতি পুতিনের অবিশ্বাসের ফলে পুতিন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এখন ক্রমাগত উত্তেজনা বিরাজ করছে।’ 

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা