হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনের সঙ্গে ফলপ্রসূ ও আন্তরিক বৈঠক হয়েছে: এরদোয়ান

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফলপ্রসূ ও আন্তরিক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল স্থানীয় সময় সোমবার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) ৩১ তম সম্মেলনের সাইডলাইনে বাইডেন এবং এরদোয়ানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠক নিয়ে সাংবাদিকদেরকে এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি এমন এখানে এমন কোনো সমস্যা নেই যেটি তুরস্ক-মার্কিন সম্পর্কের সমাধান করতে পারবে না। 

এদিকে বৈঠকের পর বাইডেন জানান, এরদোয়ানের সঙ্গে তাঁর খুব ভালো বৈঠক হয়েছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী হওয়া এই বৈঠকের বিষয়ে বাইডেন বলেন, বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকটি ছিল ইতিবাচক এবং ফলপ্রসূ।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কে দাগ ফেলেছে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র। রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়ায় ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ককে গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র চায় তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন না করুক। মার্কিন প্রশাসনের দাবি, এর মাধ্যমে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা নজরদারির আওতায় আনতে পারবে তুরস্ক। মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকেও তুরস্ককে বের করে দিয়েছে ।

এ নিয়ে এরদোয়ান বলেন, আমি বাইডেনকে বলেছি যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে আমার চিন্তা আগের মতোই আছে। আমি এফ-৩৫ যুদ্ধবিমানের ইস্যুটিও উত্থাপন করেছে। সামরিক শিল্পে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়েও আমি বাইডেনকে বলেছি।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা