হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফ্লোরিডায় বন্দুক হামলায় তিন মাসের শিশুসহ নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। আহত ওই শিশুর শরীরে সাতটি গুলি লেগেছে। গতকাল রোববার ফ্লোরিডার পোল্ক শহরে ঘটনাটি ঘটে। পোল্ক শহরের শেরিফ (প্রধান আইন কর্মকর্তা) গ্র্যাডি জাড সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে। তাঁর বয়স ৩৩ বছর। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। 

গ্র্যাডি জাড বলেন, গত শনিবার রাতে ওই বন্দুকধারী বাসভবনে প্রবেশ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি, তাঁর স্ত্রী (৩৩) এবং তিন মাস বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়। তিনজনকে হত্যা করার পর ওই বাসভবন থেকে বের হওয়ার সময় পাশের একটি বাড়ির ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকেও গুলি করে হত্যা করেন রিলে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা সম্পর্কে মৃত ওই নারীর মা। রিলে শুধু চারজন মানুষকেই হত্যা করেননি তিনি ওই পরিবারের কুকুরটিকেও হত্যা করেন। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রিলে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

এমন নৃশংস ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। তাঁর বান্ধবী তদন্তকারীদের এ কথা জানিয়েছেন। তাঁর বান্ধবী জানান, গত প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক অবস্থার অবনতি হয়। হামলার কয়েক দিন আগে রিলে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ