কানাডার টরন্টো শহরের কাছাকাছি পিল এলাকায় গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবারের এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। কানাডা পুলিশ হতাহতের খবর নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গোলাগুলির ঘটনার পর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
কানাডা পুলিশের পক্ষ থেকে টুইটারে একটি বিবৃতিতে বলা হয়, এই গোলাগুলির ঘটনা কেন ঘটেছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গোলাগুলিতে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, চিকেন ল্যান্ডের কাছে একটি ছোট রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনা ঘটেছে।