হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এক্স-এর প্রধান লিন্ডা ইয়াকারিনোর পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­

লিন্ডা ইয়াকারিনো। ছবি: সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এর প্রধান লিন্ডা ইয়াকারিনো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২০২৩ সালের জুন থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন।

এক্স-এ প্রকাশিত এক পোস্টে লিন্ডা লিখেছেন, ‘আমি ইলন মাস্কের প্রতি অশেষ কৃতজ্ঞ—তিনি আমাকে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব দিয়েছিলেন, কোম্পানিকে পুনর্গঠনের সুযোগ দিয়েছিলেন এবং এক্স-কে সবকিছুর অ্যাপ-এ রূপান্তরের স্বপ্ন দেখিয়েছিলেন।’

লিন্ডার ঘোষণার জবাবে ইলন মাস্ক লিখেছেন, ‘আপনার অবদানের জন্য ধন্যবাদ।’

বুধবার রাতে বিবিসি জানিয়েছে, লিন্ডার পদত্যাগের বিষয়ে তারা এক্স-এর কাছে মন্তব্য চেয়েছে।

পদত্যাগের আগে লিন্ডা ছিলেন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের প্রধান। সেখানেও প্রযুক্তি খাতের টালমাটাল পরিস্থিতি সামাল দিয়ে সুনাম অর্জন করেন তিনি। তিনি এক্স-এ (তৎকালীন টুইটার) যোগ দেন এমন এক সময়ে, যখন প্ল্যাটফর্মটি নানা সংকটে জর্জরিত—বহু বিজ্ঞাপনদাতা সরে যাচ্ছিল এবং মাস্ক বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছিলেন।

পদত্যাগপত্রে লিন্ডা ইয়াকারিনো লিখেছেন, ‘এই অসাধারণ প্রতিষ্ঠানে কাজ করার দুই অবিশ্বাস্য বছরের পর আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও লিখেছেন, ‘ইলন মাস্ক যখন প্রথমবার এক্স-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন, তখনই বুঝেছিলাম এটি জীবনের সবচেয়ে বড় সুযোগ।’

লিন্ডার এই বিদায় ইলন মাস্কের জন্য কঠিন সময়ে এল। মাস্কের টেসলা গাড়ির বিক্রি কমে গেছে এবং তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য মতবিরোধে জড়িয়ে পড়েছেন। এই বিরোধের জেরে মাস্ক একটি নতুন রাজনৈতিক দল গঠনেরও পরিকল্পনা করছেন।

এদিকে, এক্স নিয়ে এখনো বিতর্ক অব্যাহত আছে। সম্প্রতি, প্ল্যাটফর্মটিতে সংযুক্ত মাস্কের এআই চ্যাটবট ‘গর্ক’ হিটলারকে ঘিরে ইতিবাচক মন্তব্য করায় সমালোচনার মুখে পড়ে। এ প্রসঙ্গে মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই জানায়, তারা এই ‘অনুপযুক্ত’ কনটেন্ট সরিয়ে নেওয়ার কাজ করছে।

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো