হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৮ জন নিহত হন। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে তিনটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে কুয়াকনোপালান ও ওয়াখাকা শহরের মধ্যে পুয়েবলা রাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয় এবং পরে হাসপাতালে আরও তিনজন মারা যায়। এ ছাড়া কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, একটি ট্যাংকার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর সংবাদপত্র লা জোর্নাদা জানায়, সিমেন্টবাহী একটি ট্রাক একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত লেনে প্রবেশ করার সময় ট্রাকটি প্রথমে একটি বাসকে ধাক্কা দেয় এবং পরে একটি পরিবহন ভ্যানের সঙ্গে সোজাসুজি সংঘর্ষে লিপ্ত হয়। এরপর ট্রাকটি খাদে পড়ে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন স্থানীয় সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে খাদ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং মহাসড়কের দীর্ঘ অংশের রেলিং ভাঙা অবস্থায় রয়েছে। বিবিসি এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাসকোতে বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা গিয়েছিল।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া