হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে হামলায় সমর্থন দিয়ে ট্রাম্প নিজেকে ফেলেছেন রাজনৈতিক ঝুঁকিতে

বিবিসি

ইসরায়েল যখন গত শুক্রবার ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালায়, তখন শুরুতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কিছুটা নির্লিপ্ত অবস্থান দেখা যায়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামলাকে ইসরায়েলের একতরফা পদক্ষেপ বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন।

কিন্তু পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হামলার প্রশংসা করেন। তিনি একে ‘চমৎকার’ বলে আখ্যা দেন এবং ইসরায়েলি অভিযানে ব্যবহৃত ‘মার্কিন প্রযুক্তি ও সরঞ্জামের’ ভূয়সী প্রশংসা করেন।

এই অবস্থান ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক না-ও হতে পারে। রিপাবলিকান দলের মধ্যে ইসরায়েলের প্রতি ঐতিহ্যগতভাবে সমর্থন থাকলেও, ট্রাম্পের নিজস্ব ঘাঁটি—বিশেষ করে ম্যাগা (MAGA) সমর্থকরা—বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে বরাবরই সরব। তাঁদের দৃষ্টিতে ‘আমেরিকা ফার্স্ট’ মানেই যুদ্ধ থেকে সরে আসা, অন্য দেশের লড়াইয়ে জড়িয়ে না পড়া।

ট্রাম্প নিজেও বরাবরই এই বক্তব্যই দিয়ে এসেছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন। গাজার হামাস নিয়ন্ত্রিত এলাকায় বন্দী থাকা জিম্মিদের মুক্তির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অথচ এখন ইসরায়েলের এমন এক অভিযানে খোলাখুলিভাবে সমর্থন দিচ্ছেন, যেটি সরাসরি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে।

এই অবস্থানে ট্রাম্প নিজের প্রতিশ্রুতির বিপরীতে চলে যাচ্ছেন বলেই মনে করছেন বিশ্লেষক। অনেকেই বলছেন, ইরানে হামলার সমর্থনে তিনি যে সরাসরি অবস্থান নিয়েছেন, তা তাঁর ওপর ভরসা রাখা যুদ্ধবিরোধী রক্ষণশীল ভোটারদের বিভ্রান্ত করতে পারে। একই সঙ্গে ডেমোক্র্যাটরা তাঁর এই অবস্থানকে সামনে এনে নির্বাচনী লড়াইয়ে তাঁকে আক্রমণের সুযোগ পাবে।

এরই মধ্যে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলকে সহায়তা করতে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি ও কর্মীরা অংশ নিয়েছেন। এমন খবরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে সরাসরি জড়িয়ে পড়ার সমালোচনা আরও জোরালো হচ্ছে।

এমন প্রেক্ষাপটে ট্রাম্প আবার ইঙ্গিত দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে পরমাণু আলোচনা ফের শুরু করার সম্ভাবনা দেখছেন—যদিও তেহরান ইতিমধ্যেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের মতে, একদিকে যুদ্ধকে উসকে দেওয়া, অন্যদিকে আলোচনার কথা বলা—এই দ্বৈত অবস্থান ট্রাম্পের কৌশলগত দুর্বলতা তুলে ধরছে। এবং তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ২০২4 সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধাক্কা খেতে পারেন তিনি।

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা