হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ৬ 

যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশের লুশভিলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও ৬ জন আহত হয়েছেন। লুশভিল পুলিশ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

লুশভিলের বাসিন্দাদের ‘ইস্ট মেইন’ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকার একটি ভিডিওতে দেখা গেছে, ভারী অস্ত্রসজ্জিত পুলিশ বাহিনী একটি বাণিজ্যিক এলাকা ঘেরাও করছেন। সেখানে জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে লুশভিল পুলিশ বলেছে, পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হামলাকারীকে নিহত অবস্থায় পাওয়া গেছে। তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা পরিস্কার নয়।

একজন স্থানীয় প্রতক্ষ্যদর্শী আমেরিকান গণমাধ্যম ফক্সের শাখা ডব্লুউডিআরবিকে বলেন, ‘আমি ট্রাফিক বাতির পাশে দাঁড়িয়েছিলাম, এ সময় হঠাৎ দেখি একটা লোক হোটেলের ফটকের সামনে শুয়ে ছিল।’

লুশভিলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সেখানে ভাঙা কাঁচের টুকরা এবং অব্যবহার্য চিকিৎসা সরঞ্জামও দেখা গেছে। এফবিআই এজেন্টরাও স্থানীয় পুলিশ বাহিনীকে সহায়তা করছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে সংস্থাটি। 

কেনটাকি প্রদেশের গর্ভনর অ্যান্ডি বেসার ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ‘ভুক্তভুগিদের পরিবারের জন্য সবাই দোয়া করুন আর লুশভিল শহরটার জন্যও। কেনটাকির মেয়র ক্রেয়িগ গ্রিনবার্গও ঘটনার পরপরই ওই এলাকায় পৌঁছেছেন।

লুশভিলের নিম্নাঞ্চলে এ ঘটনা ঘটেছে। যা লুশভিল স্লাগার ফিল্ড বেসবল স্টেডিয়াম, কেনটাকি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এবং মোহাম্মদ আলী সেন্টারের পাশেই অবস্থিত।

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি