হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ৬ কোটি ডোজ বিতরণ করবে যুক্তরাষ্ট্র

ঢাকা: নিজেদের কেনা অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ছয় কোটি ডোজ বিভিন্ন দেশের মধ্যে বিতরণ করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার এমনটি জানানো হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন পাওয়ার পর সেগুলো আগামী কয়েক মাস পর বিতরণ শুরু হবে।  রফতানির আগে কেন্দ্রীয়ভাবে ভ্যাকসিনগুলোর  নিরাপত্তা পর্যালোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রে এখনো জনসাধারণের ওপর অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়নি।   

সমালোচকরা অভিযোগ করছেন, বিভিন্ন দেশে যখন ভ্যাকসিনের সংকট চলছে সেখানে যুক্তরাষ্ট্র ভ্যাকসিন গোপনে মজুত করছে।  

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কানাডা এবং মেক্সিকোর মধ্যে চার কোটি ডোজ অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন বিতরণ করেন। ওই দুই দেশেই অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন রয়েছে। এদিকে ভারত সরকারও চিকিৎসা সামগ্রীর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। 

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিতরণের বিষয়ে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন,  যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসনের (এফডিএ) পর্যালোচনার  পর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের এক কোটি ডোজ আগামী কয়েক সপ্তাহের মধ্যে রফতানি করা হবে। এছাড়া আরও পাঁচ কোটি ডোজ বিভিন্ন সময়ে রফতানি করা হবে। 

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জেন সাকি আরও বলেন, আজ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফোনালাপ করেছেন । এ সময় বাইডেন ভারততে অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে ভারতকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও