সম্প্রতি ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষ থামাতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই আহ্বান জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাইর লাপিদের সঙ্গে ফোনালাপ করেছেন ব্লিংকেন।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীর ও গাজায় সহিংসতা চক্রের অবসান ঘটাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংযম অনুশীলন করতে এবং উত্তেজনা বাড়ায় এমন পদক্ষেপ থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন ব্লিংকেন।