হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পোপ হতে চান ট্রাম্প!

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনিই ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হওয়ার জন্য তাঁর ‘এক নম্বর পছন্দ।’ গতকাল মঙ্গলবার এক সাংবাদিককে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’ রসিকতা করার পরপরই কে আসলে এই দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত ব্যস্ত থাকা ছাড়াও ট্রাম্প একজন বিলিয়নিয়ার এবং তিনি তিনবার বিয়ে করেছেন। তাই ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২ হাজার বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বর্তমানে নতুন আধ্যাত্মিক নেতার সন্ধান করছে। এই মাসেই মারা গেছেন পোপ ফ্রান্সিস।

ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কোনো পছন্দ নেই।’ তবে তিনি যোগ করেন, ‘আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’

নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনো কোনো পোপ আসেননি। আলোচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এ কথা শুনে তিনি ‘উত্তেজিত।’

গ্রাহাম বলেন, ‘তিনি (ট্রাম্প) সত্যিই ডার্ক হর্স প্রার্থী হতে পারেন। তবে আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব!’ তিনি আরও বলেন, ‘প্রথম মার্কিন পোপ, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট—এই সমন্বয়ের অনেক সুবিধা আছে।’ এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন পোপ ‘ট্রাম্প এমএম-২৮!’

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ