হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমেরিকান মদে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত: হোয়াইট হাউস

আজকের পত্রিকা ডেস্ক­

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: এএফপি

ভারত আমেরিকান মদে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুধু মদ নয়, আমেরিকান বিভিন্ন কৃষিপণ্যের ওপরও ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে অভিযোগ করেন লেভিট। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক ন্যায্য বাণিজ্যনীতিতে বিশ্বাস করেন এবং তিনি চান, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ভারসাম্য আসুক। শুধু ভারত নয়, জাপানও আমাদের কৃষিপণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে, যেমন জাপান মার্কিন চালের ওপর ৭০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না। মার্কিন ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য আমাদের একজন প্রেসিডেন্ট রয়েছেন।’

শুধু ভারত নয়, কানাডার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন লেভিট। তিনি বলেন, ‘কানাডা বহু বছর ধরে আমেরিকাকে শোষণ করেছে। তারা আমাদের দুগ্ধজাত পণ্যের ওপর প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা অন্যায্য।’

ট্রাম্প প্রশাসনের মতে, কানাডা, মেক্সিকো ও চীন দীর্ঘদিন ধরে শুল্কনীতির মাধ্যমে মার্কিন অর্থনীতি ও ব্যবসায়ীদের বিপাকে ফেলছে। ফলে ট্রাম্প সরকার এসব দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, উচ্চ শুল্কের কারণে ভারতে কিছুই বিক্রি করা যায় না। তবে তিনি বলেন, ভারত এখন শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো এ ইস্যুতে বন্ধু মোদির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।

ট্রাম্প ইতিমধ্যে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এই শুল্ক আরও বাড়তে পারে। তাঁর মতে, ‘বহু বছর ধরে বৈশ্বিক শক্তিগুলো আমেরিকাকে শোষণ করেছে, কিন্তু এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় এসেছে।’

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যনীতি মার্কিন ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির হলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। এই ইস্যুর ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিতে পারে।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ