২০ বছরের যুদ্ধ শেষে মাঠে থাকতে না পারলেও এবার অন্যভাবে আফগানিস্তানের ওপর নজরদারি চালাতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেশটির সঙ্গে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটি। গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসের এক রুদ্ধদ্বার বৈঠক এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনটি সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক করতে আগ্রহী পাকিস্তান। আর যুক্তরাষ্ট্রও আফগানিস্তানের সামরিক ও গোয়েন্দা তথ্য পেতে পাকিস্তানে নিজেদের ঘাঁটি বানাতে চায়। এ নিয়ে উভয় পক্ষের আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
পাকিস্তানের বিকল্প হিসেবে আফগানিস্তানের প্রতিবেশী উজবেকিস্তান বা তাজিকিস্তানেও নিজেদের সামরিক ঘাঁটি তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া এ ধরনের অনুমতির গুরুতর বিরোধিতা করবে বলে সহজে ধারণা করা যায়।